নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রামপুরার একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেপ্তারকৃত ওই গৃহকর্মীর নাম নুপুর আক্তার। গোয়েন্দা পুলিশ বলছে, অনলাইন মাধ্যমে যোগাযোগ করে ১০ হাজার টাকা বেতনে রামপুরার একটি বাসাতে কাজ শুরু করেন নূপুর। কাজে ঢোকার তিন দিন পর বাসাটি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, টাকাসহ পালিয়ে যান।
চুরির ঘটনায় রামপুরা থানায় মামলা হলে গত শনিবার পুলিশ প্রযুক্তির সহায়তায় কুমিল্লার লাকসাম থেকে নূপুরকে গ্রেপ্তার করে ডিবি। আজ রোববার দুপুরে এবিষয়ে এক সংবাদ সম্মেলন করে ডিএমপির গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রাজধানীতে ফেসবুক গ্রুপসহ অনলাইন মাধ্যমের সহায়তায় অনেকেই গৃহকর্মী নিয়োগ দিচ্ছেন। তথ্য যাচাইবাছাই ছাড়া বাসাবাড়িতে নিযুক্ত গৃহকর্মীর মাধ্যমে ঘটছে চুরি-ডাকাতিসহ নানান অপরাধ। এ অবস্থায় গৃহকর্মী নিয়োগের সময় তাদের বিস্তারিত তথ্য ও ছবি নিকটস্থ থানায় জমা দিতে আহ্বান জানান তিনি।
ঘটনার বর্ণনায় যুগ্ম কমিশনার দক্ষিণ মাহবুব আলম জানান, রামপুরার একটি বাসায় ১৯ জুলাই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নূপুর নামের এক গৃহকর্মী নেওয়া হয়। ঈদের দুই দিন পর ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসাটি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও কিছু টাকা নিয়ে পালিয়ে যান। ঘটনার মামলার সূত্রে, গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নূপুরকে গ্রেপ্তার করে। তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, এই ধরনের চুরি-ডাকাতির ঘটনায় আমাদের আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে বেগ পেতে হয়। কারণ, ডিএমপির তথ্যভান্ডারে বা ভাড়াটিয়ার কাছে গৃহকর্মীর তথ্য থাকে না। ছবিসহ তথ্য পেলে তাদের শনাক্ত ও গ্রেপ্তার সহজ হয়।
তিনি আরও বলেন, বাসাবাড়িতে গৃহকর্মী বা দারোয়ান নিয়োগ দিলে নিকটস্থ থানা-পুলিশকে জানান। তাহলে যেকোনো অপরাধে তাদের দ্রুত আটক করা সম্ভব।

রামপুরার একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেপ্তারকৃত ওই গৃহকর্মীর নাম নুপুর আক্তার। গোয়েন্দা পুলিশ বলছে, অনলাইন মাধ্যমে যোগাযোগ করে ১০ হাজার টাকা বেতনে রামপুরার একটি বাসাতে কাজ শুরু করেন নূপুর। কাজে ঢোকার তিন দিন পর বাসাটি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, টাকাসহ পালিয়ে যান।
চুরির ঘটনায় রামপুরা থানায় মামলা হলে গত শনিবার পুলিশ প্রযুক্তির সহায়তায় কুমিল্লার লাকসাম থেকে নূপুরকে গ্রেপ্তার করে ডিবি। আজ রোববার দুপুরে এবিষয়ে এক সংবাদ সম্মেলন করে ডিএমপির গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রাজধানীতে ফেসবুক গ্রুপসহ অনলাইন মাধ্যমের সহায়তায় অনেকেই গৃহকর্মী নিয়োগ দিচ্ছেন। তথ্য যাচাইবাছাই ছাড়া বাসাবাড়িতে নিযুক্ত গৃহকর্মীর মাধ্যমে ঘটছে চুরি-ডাকাতিসহ নানান অপরাধ। এ অবস্থায় গৃহকর্মী নিয়োগের সময় তাদের বিস্তারিত তথ্য ও ছবি নিকটস্থ থানায় জমা দিতে আহ্বান জানান তিনি।
ঘটনার বর্ণনায় যুগ্ম কমিশনার দক্ষিণ মাহবুব আলম জানান, রামপুরার একটি বাসায় ১৯ জুলাই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নূপুর নামের এক গৃহকর্মী নেওয়া হয়। ঈদের দুই দিন পর ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসাটি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও কিছু টাকা নিয়ে পালিয়ে যান। ঘটনার মামলার সূত্রে, গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নূপুরকে গ্রেপ্তার করে। তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, এই ধরনের চুরি-ডাকাতির ঘটনায় আমাদের আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে বেগ পেতে হয়। কারণ, ডিএমপির তথ্যভান্ডারে বা ভাড়াটিয়ার কাছে গৃহকর্মীর তথ্য থাকে না। ছবিসহ তথ্য পেলে তাদের শনাক্ত ও গ্রেপ্তার সহজ হয়।
তিনি আরও বলেন, বাসাবাড়িতে গৃহকর্মী বা দারোয়ান নিয়োগ দিলে নিকটস্থ থানা-পুলিশকে জানান। তাহলে যেকোনো অপরাধে তাদের দ্রুত আটক করা সম্ভব।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে