নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। জানা গেছে, অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই শিক্ষার্থী একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। শিক্ষার্থীর নাম মাইনুদ্দীন দুর্জয়।
এই ঘটনার পর সেখানে অনাবিলের বেশ কয়েকটি বাস আটকে ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নেভানোর চেষ্টা করছেন। কমপক্ষে ১০টি বাসে আগুন দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী রামপুরা বাজার এলাকার ব্যবসায়ী রুবেল জানান, দুজন রাস্তা পার হওয়ার সময় অনাবিল বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার (পেট্রল) খন্দকার রেজাউল হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রামপুরায় বাস চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। উত্তেজিত জনতা অনাবিল পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাতটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ৩০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় এক গণমাধ্যমকর্মী নিহত হন।

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। জানা গেছে, অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই শিক্ষার্থী একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। শিক্ষার্থীর নাম মাইনুদ্দীন দুর্জয়।
এই ঘটনার পর সেখানে অনাবিলের বেশ কয়েকটি বাস আটকে ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নেভানোর চেষ্টা করছেন। কমপক্ষে ১০টি বাসে আগুন দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী রামপুরা বাজার এলাকার ব্যবসায়ী রুবেল জানান, দুজন রাস্তা পার হওয়ার সময় অনাবিল বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার (পেট্রল) খন্দকার রেজাউল হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রামপুরায় বাস চাপায় একজন পথচারী নিহত হয়েছেন। উত্তেজিত জনতা অনাবিল পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাতটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ৩০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।’
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় এক গণমাধ্যমকর্মী নিহত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে