নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধন মিয়া (২২) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভুঁইয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ‘সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার শামীম (৪৬), আল আমিন (৩৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার রাসেল (৩৪)।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি শামীম হোসাইন। তিনি বলেন, কান্দারগাও গ্রামের ফয়জুল হকের ছেলে সাধন মিয়াকে ২০১৪ সালের ১৬ জুন হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা জয়তুন নেছা বাদী হয়ে মামলা দায়ের করেন।
সাধনের বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেপ্তার করা হলে তাঁদের জবানবন্দিতে মোট চারজনের নাম উঠে আসে। অন্যরা হলো রাসেল ও মোহাম্মদ আলী। আসামিদের মধ্যে মোহাম্মদ আলী সন্ত্রাসী হামলায় নিহত হয়। বাকি তিন আসামিকে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছে আদালত।
একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘সাধন হত্যা মামলাটি সেসময় আলোচিত ছিল। সাধন নিজেও ২০১২ সালের একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। মূলত বন্ধুদের মধ্যে বিরোধ থেকেই হত্যাকাণ্ডের শিকার হন সাধন। মামলা দায়েরের প্রায় ১০ বছর আসামিদের অনুপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়েছে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধন মিয়া (২২) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আক্তারুজ্জামান ভুঁইয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ‘সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার শামীম (৪৬), আল আমিন (৩৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার রাসেল (৩৪)।
রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি শামীম হোসাইন। তিনি বলেন, কান্দারগাও গ্রামের ফয়জুল হকের ছেলে সাধন মিয়াকে ২০১৪ সালের ১৬ জুন হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা জয়তুন নেছা বাদী হয়ে মামলা দায়ের করেন।
সাধনের বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেপ্তার করা হলে তাঁদের জবানবন্দিতে মোট চারজনের নাম উঠে আসে। অন্যরা হলো রাসেল ও মোহাম্মদ আলী। আসামিদের মধ্যে মোহাম্মদ আলী সন্ত্রাসী হামলায় নিহত হয়। বাকি তিন আসামিকে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছে আদালত।
একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘সাধন হত্যা মামলাটি সেসময় আলোচিত ছিল। সাধন নিজেও ২০১২ সালের একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। মূলত বন্ধুদের মধ্যে বিরোধ থেকেই হত্যাকাণ্ডের শিকার হন সাধন। মামলা দায়েরের প্রায় ১০ বছর আসামিদের অনুপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়েছে।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩১ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে