ঢামেক প্রতিবেদক

রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে পড়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরের দিকে তাঁর মরদেহ হাসপাতাল চত্বরে পরে থাকতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিনি নিজেই বিছানা থেকে উঠে ১৬ তলার ছাদে গিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
ওই ব্যক্তির নাম—পলাশ বিশ্বাস (৩২)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শিবপুর গ্রামের জয়ন্ত কুমার বিশ্বাসের ছেলে। বর্তমানে গাজীপুর টঙ্গী এলাকায় থাকতেন এবং সেখানে একটি ওয়াশিং প্ল্যান্টে কাজ করতেন।
সিসিটিভি ফুটেজের বর্ণনা দিয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান আজকের বলেন, ‘ওই রোগী গত ৬ মার্চ শ্বাসনালি দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। গত ১৭ মার্চ তাঁকে ছয়তলায় এইচডিইউতে দেওয়া হয়। বুধবার ভোরে সে একাই দরজা দিয়ে বের হয় এবং তিনতলার দিকে যায়। এরপর জরুরি ভিত্তিতে বাহির (ইমারজেন্সি এক্সিট) হওয়ার দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে চলে যান। সেখান থেকে লাফিয়ে পরে এবং ঘটনাস্থলে মারা যান।’
তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি টঙ্গী এলাকায় একটি ওয়াশিং প্ল্যান্টে কাজ করতেন। সেখানে দুর্ঘটনায় তাঁর শ্বাসনালি দগ্ধ হয়। সেদিনই ইনস্টিটিউটে ভর্তি হন। ১১ দিন আইসিইউতে থাকার পর মানসিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন সময় আবোল-তাবোল বলতে থাকেন। আজকে (বুধবার) তাঁর মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল।’
হাসপাতালে নিহত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, গত ৬ মার্চ ওয়াশিং প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর ভাইয়ের শ্বাসনালি পুড়ে যায়। এরপর তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পলাশ ছয় তলায় ৬০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে ছিলেন।
অলোক আরও বলেন, ‘গত রাত আড়াইটার সময় তাঁকে (পলাশ বিশ্বাস) বেডে দেখে বাইরে চলে আসি। এরপর ভোরে নার্সরা আমাকে জানায়-ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে অনেক খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আমার ভাই চানখাঁরপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পরে আছে। পরে সেখানে গিয়ে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।’
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে যাই। সেখানে গিয়ে জানতে পারি পলাশ বিশ্বাস নামে ওই রোগী ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। ভোরে ইনস্টিটিউটের ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছ।

রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছাদ থেকে পড়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরের দিকে তাঁর মরদেহ হাসপাতাল চত্বরে পরে থাকতে দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিনি নিজেই বিছানা থেকে উঠে ১৬ তলার ছাদে গিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
ওই ব্যক্তির নাম—পলাশ বিশ্বাস (৩২)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শিবপুর গ্রামের জয়ন্ত কুমার বিশ্বাসের ছেলে। বর্তমানে গাজীপুর টঙ্গী এলাকায় থাকতেন এবং সেখানে একটি ওয়াশিং প্ল্যান্টে কাজ করতেন।
সিসিটিভি ফুটেজের বর্ণনা দিয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান আজকের বলেন, ‘ওই রোগী গত ৬ মার্চ শ্বাসনালি দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। গত ১৭ মার্চ তাঁকে ছয়তলায় এইচডিইউতে দেওয়া হয়। বুধবার ভোরে সে একাই দরজা দিয়ে বের হয় এবং তিনতলার দিকে যায়। এরপর জরুরি ভিত্তিতে বাহির (ইমারজেন্সি এক্সিট) হওয়ার দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে চলে যান। সেখান থেকে লাফিয়ে পরে এবং ঘটনাস্থলে মারা যান।’
তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি টঙ্গী এলাকায় একটি ওয়াশিং প্ল্যান্টে কাজ করতেন। সেখানে দুর্ঘটনায় তাঁর শ্বাসনালি দগ্ধ হয়। সেদিনই ইনস্টিটিউটে ভর্তি হন। ১১ দিন আইসিইউতে থাকার পর মানসিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন সময় আবোল-তাবোল বলতে থাকেন। আজকে (বুধবার) তাঁর মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল।’
হাসপাতালে নিহত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, গত ৬ মার্চ ওয়াশিং প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর ভাইয়ের শ্বাসনালি পুড়ে যায়। এরপর তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পলাশ ছয় তলায় ৬০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে ছিলেন।
অলোক আরও বলেন, ‘গত রাত আড়াইটার সময় তাঁকে (পলাশ বিশ্বাস) বেডে দেখে বাইরে চলে আসি। এরপর ভোরে নার্সরা আমাকে জানায়-ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে অনেক খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আমার ভাই চানখাঁরপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পরে আছে। পরে সেখানে গিয়ে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।’
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে বার্ন ইনস্টিটিউটে যাই। সেখানে গিয়ে জানতে পারি পলাশ বিশ্বাস নামে ওই রোগী ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। ভোরে ইনস্টিটিউটের ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছ।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৩ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে