নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুস্থ সমাজ ব্যবস্থার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নাই। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই জাতির পিতার দেখা সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শনিবার দিনাজপুরের সেতাবগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৬ষ্ঠ ফিরোজ জামান স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি সুস্থ সমাজ গড়তে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বড় অবদান রয়েছে। এখন ছেলেমেয়েরা মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলা করছে। যা আমাদের জন্য ভালো খবর। গত ১৩ বছর আগে দেশে খেলাধুলা তেমন হতো না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক পদচারণা আমরা দেখতে পাচ্ছি। আন্তজেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে খেলোয়াড় ও সংগঠকদের উৎসাহিত করছেন। যা অতীতের কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি আমরা দেখি নাই।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ তৈরি করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে। বিভাগীয় পর্যায়ে হচ্ছে। একটা সময় ছিল একই স্টেডিয়ামে সব খেলা হতো, এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আলাদা আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। ক্রীড়া অনুরাগী রাষ্ট্রপ্রধান থাকার কারণে এটা সম্ভব হয়েছে।
আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ক্রীড়া অনুরাগী ছিলেন না, তিনি খেলোয়াড়ও ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা কোনো না কোনো খেলার সঙ্গে জড়িত ছিল। গত ৫০ বছরে শেখ কামালের মতো ক্রীড়া সংগঠক তৈরি করতে পারি নাই। এ রকম ক্রীড়া অনুরাগী রাজনৈতিক পরিবার পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নাই।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ধারাবাহিক টুর্নামেন্ট পরিচালনার মধ্য দিয়ে বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা তাদের সাংগঠনিক পারদর্শিতা প্রদর্শন করেছে। এটা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য একটি ভালো খবর। কারণ আমাদের খেলোয়াড় তৈরি হচ্ছে, কিন্তু সংগঠনের অভাবে হয়তো সেটার পূর্ণতা দিতে পারি না।
ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন।

সুস্থ সমাজ ব্যবস্থার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নাই। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই জাতির পিতার দেখা সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শনিবার দিনাজপুরের সেতাবগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৬ষ্ঠ ফিরোজ জামান স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি সুস্থ সমাজ গড়তে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বড় অবদান রয়েছে। এখন ছেলেমেয়েরা মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলা করছে। যা আমাদের জন্য ভালো খবর। গত ১৩ বছর আগে দেশে খেলাধুলা তেমন হতো না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক পদচারণা আমরা দেখতে পাচ্ছি। আন্তজেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে খেলোয়াড় ও সংগঠকদের উৎসাহিত করছেন। যা অতীতের কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি আমরা দেখি নাই।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ তৈরি করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে। বিভাগীয় পর্যায়ে হচ্ছে। একটা সময় ছিল একই স্টেডিয়ামে সব খেলা হতো, এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আলাদা আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। ক্রীড়া অনুরাগী রাষ্ট্রপ্রধান থাকার কারণে এটা সম্ভব হয়েছে।
আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ক্রীড়া অনুরাগী ছিলেন না, তিনি খেলোয়াড়ও ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা কোনো না কোনো খেলার সঙ্গে জড়িত ছিল। গত ৫০ বছরে শেখ কামালের মতো ক্রীড়া সংগঠক তৈরি করতে পারি নাই। এ রকম ক্রীড়া অনুরাগী রাজনৈতিক পরিবার পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নাই।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ধারাবাহিক টুর্নামেন্ট পরিচালনার মধ্য দিয়ে বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা তাদের সাংগঠনিক পারদর্শিতা প্রদর্শন করেছে। এটা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য একটি ভালো খবর। কারণ আমাদের খেলোয়াড় তৈরি হচ্ছে, কিন্তু সংগঠনের অভাবে হয়তো সেটার পূর্ণতা দিতে পারি না।
ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরের বোচাগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে