নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাদের আসামি করা নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘নিউমার্কেটে সহিংসতায় কী ঘটেছে, তা সবার কাছে পরিষ্কার। সেদিনের ঘটনার ছবি আছে, ফুটেজ আছে। এগুলো দেখেই তদন্তকাজ এগোবে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, আর হবেও না।’
আজ শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘শুধু সিসিটিভি ফুটেজ নয়, প্রত্যেক সাংবাদিকের ক্যামেরায় ফুটেজ আছে। একটু ধৈর্য ধারণ করুন, পুলিশ তদন্ত করছে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’
আইজিপি আরও বলেন, ‘যাঁরা এ ধরনের আচরণ করেছেন, তাঁরা যাঁরাই হোন, ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে সতর্ক থাকবেন। সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে—এসব বিষয়ে পুলিশের যেসব আইনগত ব্যবস্থা, সেগুলো আমরা অবশ্যই দেখব।’
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়, ব্যবসায়ী-কর্মচারীসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া একই মামলায় অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া নাহিদ হাসান নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করেছে তাঁর পরিবার। ওই মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার এক নম্বর আসামি অ্যাডভোকেট মকবুল নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যকরী সদস্য। নিউমার্কেটের যে দুটি খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, তা মকবুলের মালিকানাধীন বলে জানা গেছে।
মামলার আরেক আসামি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া নিউমার্কেট থানা বিএনপির আরও কয়েকজন সাবেক নেতা এই মামলার আসামি।

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাদের আসামি করা নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, ‘নিউমার্কেটে সহিংসতায় কী ঘটেছে, তা সবার কাছে পরিষ্কার। সেদিনের ঘটনার ছবি আছে, ফুটেজ আছে। এগুলো দেখেই তদন্তকাজ এগোবে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, আর হবেও না।’
আজ শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘শুধু সিসিটিভি ফুটেজ নয়, প্রত্যেক সাংবাদিকের ক্যামেরায় ফুটেজ আছে। একটু ধৈর্য ধারণ করুন, পুলিশ তদন্ত করছে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’
আইজিপি আরও বলেন, ‘যাঁরা এ ধরনের আচরণ করেছেন, তাঁরা যাঁরাই হোন, ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে সতর্ক থাকবেন। সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে, আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে—এসব বিষয়ে পুলিশের যেসব আইনগত ব্যবস্থা, সেগুলো আমরা অবশ্যই দেখব।’
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়, ব্যবসায়ী-কর্মচারীসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া একই মামলায় অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া নাহিদ হাসান নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করেছে তাঁর পরিবার। ওই মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার এক নম্বর আসামি অ্যাডভোকেট মকবুল নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যকরী সদস্য। নিউমার্কেটের যে দুটি খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়, তা মকবুলের মালিকানাধীন বলে জানা গেছে।
মামলার আরেক আসামি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া নিউমার্কেট থানা বিএনপির আরও কয়েকজন সাবেক নেতা এই মামলার আসামি।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে