
রাজধানীর কলাবাগানে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে মোফাজুল হক (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। আজ মঙ্গলবার সকালে কলাবাগানের ভূতের গলি এলাকার আইয়ুব ম্যানশনে এ ঘটনা ঘটে।
মোফাজুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। তাঁর বাবার নাম মোয়াজ্জেম হোসেন। বর্তমানে কলাবাগানের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।
ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল আহাদ বলেন, তাঁরা নির্মাণাধীন ভবনের ৯ তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। আজ সকাল থেকে ভবনের চতুর্থ তলার বাইরে দিয়ে মাচান বেঁধে আস্তরণের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে তাঁর স্পর্শ লাগে। তাতে বিদ্যুতায়িত হয়ে মাচানে পড়ে থাকেন তিনি। বিষয়টি টের পেয়ে সহকর্মীরা তাঁকে সেখান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে এর আগেই সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১১ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১৩ মিনিট আগে