টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে কিনেছিলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। গতকাল রোববার গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সদর) সংসদীয় আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আসনটিতে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ যুবলীগ নেতা।
সাইফুল ইসলাম গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার স্থায়ী বাসিন্দা।
সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘২২ নভেম্বর আমি নির্বাচন কমিশন থেকে এ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেব।’ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর-২ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
এর আগে গাজীপুর-২ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার জন্য ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এঁরা হচ্ছেন বর্তমান সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোস্তফা হুমায়ন হিমু এবং আওয়ামী লীগ কর্মী মেজবাহ উদ্দিন সরকার রুবেল।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, চাইলে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে পারে। এতে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর নির্বাচনে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে তিনি বলেন, প্রভাব পড়ে জনমতের ভিত্তিতে। জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসনে জনপ্রিয়। দলের নেতা-কর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবে।

গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে কিনেছিলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। গতকাল রোববার গাজীপুর-২ (টঙ্গী ও গাজীপুর সদর) সংসদীয় আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আসনটিতে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ যুবলীগ নেতা।
সাইফুল ইসলাম গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার স্থায়ী বাসিন্দা।
সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘২২ নভেম্বর আমি নির্বাচন কমিশন থেকে এ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেব।’ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর-২ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
এর আগে গাজীপুর-২ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার জন্য ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এঁরা হচ্ছেন বর্তমান সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোস্তফা হুমায়ন হিমু এবং আওয়ামী লীগ কর্মী মেজবাহ উদ্দিন সরকার রুবেল।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, চাইলে যে কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে পারে। এতে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর নির্বাচনে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে তিনি বলেন, প্রভাব পড়ে জনমতের ভিত্তিতে। জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসনে জনপ্রিয়। দলের নেতা-কর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২১ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৬ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৭ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে