নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে শাহবাগ থানায় অভিযোগটি দায়ের করেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে গত শুক্রবার বেলা ২টায় শ্রীলঙ্কার চলমান আন্দোলনের কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কি অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাঁকে নিয়ে এত কিছু করার কিছু নাই।’
অভিযোগের বিষয়ে সাচ্ছু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন আগে নুরুল হক নুর তাঁর ফেসবুক স্ট্যাটাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি লিখেছেন, শেখ মুজিব যাতে শেষ মুজিব না হয়ে যায়। যেখানে জাতির পিতা আমাদের বাংলাদেশের স্থপতি সেখানে সে তো এটা বলতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু এটা লিখেছে তাই তথ্যপ্রযুক্তি আইনে আজ (রোববার) দুপুরে শাহবাগ থানায় অভিযোগটা দায়ের করেছি।’
ওসি মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘‘সাধারণ ডায়েরি করে অভিযোগটি আমরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তাদের মতামত অনুযায়ী পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘যে পেজটি থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি একটি ভুয়া পেজ। আমার অফিশিয়াল পেজ থেকেও এটি পোস্ট দেওয়া আছে। সেই পেজ থেকে যা পোস্ট দেওয়া হয়েছে তা অবশ্যই দুঃখজনক এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, পেজটা কারা চালায় এবং এ ধরনের পোস্ট যে দিয়েছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে শাহবাগ থানায় অভিযোগটি দায়ের করেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে গত শুক্রবার বেলা ২টায় শ্রীলঙ্কার চলমান আন্দোলনের কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কি অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাঁকে নিয়ে এত কিছু করার কিছু নাই।’
অভিযোগের বিষয়ে সাচ্ছু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন আগে নুরুল হক নুর তাঁর ফেসবুক স্ট্যাটাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি লিখেছেন, শেখ মুজিব যাতে শেষ মুজিব না হয়ে যায়। যেখানে জাতির পিতা আমাদের বাংলাদেশের স্থপতি সেখানে সে তো এটা বলতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু এটা লিখেছে তাই তথ্যপ্রযুক্তি আইনে আজ (রোববার) দুপুরে শাহবাগ থানায় অভিযোগটা দায়ের করেছি।’
ওসি মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘‘সাধারণ ডায়েরি করে অভিযোগটি আমরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তাদের মতামত অনুযায়ী পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘যে পেজটি থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি একটি ভুয়া পেজ। আমার অফিশিয়াল পেজ থেকেও এটি পোস্ট দেওয়া আছে। সেই পেজ থেকে যা পোস্ট দেওয়া হয়েছে তা অবশ্যই দুঃখজনক এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, পেজটা কারা চালায় এবং এ ধরনের পোস্ট যে দিয়েছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১৫ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২২ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে