নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে শাহবাগ থানায় অভিযোগটি দায়ের করেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে গত শুক্রবার বেলা ২টায় শ্রীলঙ্কার চলমান আন্দোলনের কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কি অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাঁকে নিয়ে এত কিছু করার কিছু নাই।’
অভিযোগের বিষয়ে সাচ্ছু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন আগে নুরুল হক নুর তাঁর ফেসবুক স্ট্যাটাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি লিখেছেন, শেখ মুজিব যাতে শেষ মুজিব না হয়ে যায়। যেখানে জাতির পিতা আমাদের বাংলাদেশের স্থপতি সেখানে সে তো এটা বলতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু এটা লিখেছে তাই তথ্যপ্রযুক্তি আইনে আজ (রোববার) দুপুরে শাহবাগ থানায় অভিযোগটা দায়ের করেছি।’
ওসি মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘‘সাধারণ ডায়েরি করে অভিযোগটি আমরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তাদের মতামত অনুযায়ী পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘যে পেজটি থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি একটি ভুয়া পেজ। আমার অফিশিয়াল পেজ থেকেও এটি পোস্ট দেওয়া আছে। সেই পেজ থেকে যা পোস্ট দেওয়া হয়েছে তা অবশ্যই দুঃখজনক এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, পেজটা কারা চালায় এবং এ ধরনের পোস্ট যে দিয়েছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ রোববার দুপুরে শাহবাগ থানায় অভিযোগটি দায়ের করেন ঢাকা আইন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুল হক নুর নামের একটি পেজ থেকে গত শুক্রবার বেলা ২টায় শ্রীলঙ্কার চলমান আন্দোলনের কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর বাবার মূর্তির কি অবস্থা করেছেন সেই দেশের জনগণ। সুতরাং আমার দেশের শেখ মুজিব যেন শেষ মুজিব না হয়ে যায়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তাঁকে নিয়ে এত কিছু করার কিছু নাই।’
অভিযোগের বিষয়ে সাচ্ছু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই দিন আগে নুরুল হক নুর তাঁর ফেসবুক স্ট্যাটাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি লিখেছেন, শেখ মুজিব যাতে শেষ মুজিব না হয়ে যায়। যেখানে জাতির পিতা আমাদের বাংলাদেশের স্থপতি সেখানে সে তো এটা বলতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে যেহেতু এটা লিখেছে তাই তথ্যপ্রযুক্তি আইনে আজ (রোববার) দুপুরে শাহবাগ থানায় অভিযোগটা দায়ের করেছি।’
ওসি মওদূত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘‘সাধারণ ডায়েরি করে অভিযোগটি আমরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব। তাদের মতামত অনুযায়ী পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আজকের পত্রিকাকে বলেন, ‘যে পেজটি থেকে এই পোস্টটি করা হয়েছে সেটি একটি ভুয়া পেজ। আমার অফিশিয়াল পেজ থেকেও এটি পোস্ট দেওয়া আছে। সেই পেজ থেকে যা পোস্ট দেওয়া হয়েছে তা অবশ্যই দুঃখজনক এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলব, পেজটা কারা চালায় এবং এ ধরনের পোস্ট যে দিয়েছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে