জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থীরা খাবারের মান বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। আজ রোববার আবাসিক হলের সামনে এই কর্মসূচি পালন করে ছাত্রীরা।
শিক্ষার্থীরা অতিসত্বর ক্যানটিন চালু, ডাইনিংয়ে খাবারের মান বাড়ানো, ইলেকট্রনিক সমস্যা সমাধান, আসবাবপত্র সমস্যা সমাধান, হল সুপারের কর্তৃত্ববাদী আচরণ নির্মূলসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নারমিন সুলতানা উপমা বলেন, ‘হলের ডাইনিংয়ে মানহীন খাবার নিয়ে যখনই অভিযোগ করা হয়, তখনই বলা হয় সমস্যা হলে রান্না করে খাও। হল প্রশাসনকে খুঁজেই পাওয়া যায় না। আমরা একটা ইস্ত্রি মেশিন ব্যবহার করলে তাদের বিদ্যুতের ভোল্টেজ কমে যায় অথচ তারা এসিতে বাতাস খায়। তারা হয় আমাদের খাবারের মান ঠিক করবে না হলে রাতে বাইরে খেতে যাওয়ার অনুমতি দিতে হবে। এই পচা খাবার খেয়ে সাহ্রি করা সম্ভব না। আজ হলের অর্ধেক মেয়ে না খেয়ে রোজা আছে।’
চারুকলা বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুলফিসাহ রাবেয়া মুমু বলেন, ‘ক্যানটিন না থাকায় এবং ডাইনিংয়ের পচা খাবার হওয়ায় গতকাল আমাদের না খেয়ে রোজা রাখতে হয়েছে। কোনো সমস্যা নিয়ে হল কর্তৃপক্ষের কাছে গেলে তারা নতুন হলের দোহাই দিয়ে দাবি-দাওয়া ঝুলিয়ে রাখেন। হল সুপার কর্তৃত্ববাদী আচরণ করেন। সারা বছর হল কর্তৃপক্ষের কোনো খোঁজ থাকে না, অথচ ২৬ মার্চ ভোজনের দিন তাদের সবার আনাগোনা থাকে।’
এ বিষয়ে ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান বলেন, ‘হলের এসব সমস্যার কথা শিক্ষার্থীরা আমাকে আগে জানায়নি। আজ শিক্ষার্থীদের সমস্যাগুলো জানতে পারলাম। পাঁচ তারিখের মধ্যে সমস্যা সমাধান করব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থীরা খাবারের মান বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। আজ রোববার আবাসিক হলের সামনে এই কর্মসূচি পালন করে ছাত্রীরা।
শিক্ষার্থীরা অতিসত্বর ক্যানটিন চালু, ডাইনিংয়ে খাবারের মান বাড়ানো, ইলেকট্রনিক সমস্যা সমাধান, আসবাবপত্র সমস্যা সমাধান, হল সুপারের কর্তৃত্ববাদী আচরণ নির্মূলসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নারমিন সুলতানা উপমা বলেন, ‘হলের ডাইনিংয়ে মানহীন খাবার নিয়ে যখনই অভিযোগ করা হয়, তখনই বলা হয় সমস্যা হলে রান্না করে খাও। হল প্রশাসনকে খুঁজেই পাওয়া যায় না। আমরা একটা ইস্ত্রি মেশিন ব্যবহার করলে তাদের বিদ্যুতের ভোল্টেজ কমে যায় অথচ তারা এসিতে বাতাস খায়। তারা হয় আমাদের খাবারের মান ঠিক করবে না হলে রাতে বাইরে খেতে যাওয়ার অনুমতি দিতে হবে। এই পচা খাবার খেয়ে সাহ্রি করা সম্ভব না। আজ হলের অর্ধেক মেয়ে না খেয়ে রোজা আছে।’
চারুকলা বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুলফিসাহ রাবেয়া মুমু বলেন, ‘ক্যানটিন না থাকায় এবং ডাইনিংয়ের পচা খাবার হওয়ায় গতকাল আমাদের না খেয়ে রোজা রাখতে হয়েছে। কোনো সমস্যা নিয়ে হল কর্তৃপক্ষের কাছে গেলে তারা নতুন হলের দোহাই দিয়ে দাবি-দাওয়া ঝুলিয়ে রাখেন। হল সুপার কর্তৃত্ববাদী আচরণ করেন। সারা বছর হল কর্তৃপক্ষের কোনো খোঁজ থাকে না, অথচ ২৬ মার্চ ভোজনের দিন তাদের সবার আনাগোনা থাকে।’
এ বিষয়ে ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান বলেন, ‘হলের এসব সমস্যার কথা শিক্ষার্থীরা আমাকে আগে জানায়নি। আজ শিক্ষার্থীদের সমস্যাগুলো জানতে পারলাম। পাঁচ তারিখের মধ্যে সমস্যা সমাধান করব।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
১৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩৫ মিনিট আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
১ ঘণ্টা আগে