নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী সংস্কার কমিশনের দেওয়া সুপারিশমালা বাতিল করে নতুন এবং অন্তর্ভুক্তিমূলক কমিশন গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। আজ বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশমালা বাতিলসহ নতুন কমিশনের দাবিতে’ মানববন্ধন করেছে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা দাবি করেন, বর্তমান কমিটিতে দেশের, সমাজের তথা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এমন সদস্যদের রাখা হয়নি।
মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি অধ্যাপক ড. শামীমা তাসনীম বলেন, ‘কমিশনের সুপারিশগুলো মানুষের ব্যক্তি, সমাজ এমনকি রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আমার সঙ্গে আমার ভাইয়ের, স্বামীর সংঘাত তৈরি করলেন। অন্যদিকে সমাজে পতিতাবৃত্তি, সিংগেল মাদার—এগুলো বৈধ করে দিলেন। কাল যদি আমাদের ছাত্রীসমাজ টিউশনির পাশাপাশি পতিতাবৃত্তিকে পার্টটাইম পেশা হিসেবে নিতে চায়, আপনি কি জবাব দেবেন।’
সহসভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী বলেন, ‘পতিতাবৃত্তিকে বৈধ করে দিলে কি হবে তা দেখার জন্য আমরা আফ্রিকার দিকে তাকাতে পারি। সেখানে বহু গ্রামে এখন আর সুস্থ মানুষ নেই। এইচআইভিতে আক্রান্ত হয়ে গ্রাম উজাড় হয়ে গেছে। কেউ ইচ্ছা করে পতিতা হয় না। তাঁদের প্রশিক্ষিত করে গড়ে তুলুন।’
সম্মিলিত নারী প্রয়াসের সম্পাদক ড. ফেরদৌস আরা বকুল বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহত, যাঁদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই কমিশন তাঁদের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করেনি। তাঁদের সুপারিশমালা বহু জায়গা সাংঘর্ষিক। তিনশ আসনে সরাসরি নির্বাচন, আবার আলাদা নারীদের তিনশ আসনে নির্বাচন। একজন নারী দুবার প্রতিযোগিতা করবেন। একবার পুরুষের সঙ্গে আবার অপর একজন নারীর সঙ্গে। সম-অধিকারের নামে ধর্ম আমাকে যেটুকু অধিকার দিয়েছে তাও কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু নারী তাঁর ন্যায্য অধিকার চায়।’

নারী সংস্কার কমিশনের দেওয়া সুপারিশমালা বাতিল করে নতুন এবং অন্তর্ভুক্তিমূলক কমিশন গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। আজ বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশমালা বাতিলসহ নতুন কমিশনের দাবিতে’ মানববন্ধন করেছে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা দাবি করেন, বর্তমান কমিটিতে দেশের, সমাজের তথা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এমন সদস্যদের রাখা হয়নি।
মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি অধ্যাপক ড. শামীমা তাসনীম বলেন, ‘কমিশনের সুপারিশগুলো মানুষের ব্যক্তি, সমাজ এমনকি রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। আমার সঙ্গে আমার ভাইয়ের, স্বামীর সংঘাত তৈরি করলেন। অন্যদিকে সমাজে পতিতাবৃত্তি, সিংগেল মাদার—এগুলো বৈধ করে দিলেন। কাল যদি আমাদের ছাত্রীসমাজ টিউশনির পাশাপাশি পতিতাবৃত্তিকে পার্টটাইম পেশা হিসেবে নিতে চায়, আপনি কি জবাব দেবেন।’
সহসভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী বলেন, ‘পতিতাবৃত্তিকে বৈধ করে দিলে কি হবে তা দেখার জন্য আমরা আফ্রিকার দিকে তাকাতে পারি। সেখানে বহু গ্রামে এখন আর সুস্থ মানুষ নেই। এইচআইভিতে আক্রান্ত হয়ে গ্রাম উজাড় হয়ে গেছে। কেউ ইচ্ছা করে পতিতা হয় না। তাঁদের প্রশিক্ষিত করে গড়ে তুলুন।’
সম্মিলিত নারী প্রয়াসের সম্পাদক ড. ফেরদৌস আরা বকুল বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহত, যাঁদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই কমিশন তাঁদের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করেনি। তাঁদের সুপারিশমালা বহু জায়গা সাংঘর্ষিক। তিনশ আসনে সরাসরি নির্বাচন, আবার আলাদা নারীদের তিনশ আসনে নির্বাচন। একজন নারী দুবার প্রতিযোগিতা করবেন। একবার পুরুষের সঙ্গে আবার অপর একজন নারীর সঙ্গে। সম-অধিকারের নামে ধর্ম আমাকে যেটুকু অধিকার দিয়েছে তাও কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু নারী তাঁর ন্যায্য অধিকার চায়।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে