নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাওরে বাঁধ নির্মাণের নামে লুটপাট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ‘বাঁচাও হাওর-বাঁচাও দেশ’ ও জাতীয় মানবাধিকার সমিতি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত নাগরিক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বাঁচাও হাওর-বাঁচাও দেশ সংগঠনের আহ্বায়ক এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
মানববন্ধনে রোকনুজ্জামান রোকন বলেন, যখন পানিতে ফসল ডুবে যায়, তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের টনক নড়ে। তখন এক শ্রেণির সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়নের নামে চলে চরম লুটপাট। সাধারণ কৃষকেরা বারবার হয় বঞ্চিত। অথচ রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা অপচয় করে। এভাবে আর কত চলবে। জাতিকে এ নৈরাজ্য থেকে মুক্তি দিতে হবে। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, বাঁচাও হাওর, বাঁচাও দেশ এটি এখন আর স্লোগান নয়। এটি কৃষকের স্পন্দন।
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, দুর্নীতি রুখে দিতে পারলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু কে দুর্নীতির রুখবে। যখন যারাই ক্ষমতায় থাকেন তাদেরই দোসররাই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। মিলে মিশে লুটপাট করতে থাকে। এ যেন দেখার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। কেউ কেউ যদি প্রতিবাদ করেন, তখন সে আরও নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যায়। প্রতিবাদকারীর পাশে না দাঁড়ায় রাষ্ট্র, না রাষ্ট্রের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা। বরং কর্তাব্যক্তিদের নির্দেশেই প্রতিবাদকারীকে জেল, জুলুম, হুলিয়া এমনকি গুম-খুনেরও শিকার হতে হয়।
সভাপতির বক্তব্যে এনামুজ্জামান চৌধুরী বলেন হাওরবাসীকে বাঁচাতে হলে সুপরিকল্পিত পরিকল্পনা করে প্রথমেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হতে হবে। সংশ্লিষ্ট সংস্থার ব্যক্তিবর্গ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তা যদি বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রমানিত হয়, সঙ্গে সঙ্গে তাঁর চাকরিচ্যুতির পাশাপাশি চাকরি শেষে যে পেনশন পায় তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ঠিকাদারসহ অন্যরা যদি দুর্নীতি করে, ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত করে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বরাদ্দকৃত টাকা যথাযথভাবে দুর্নীতিমুক্ত ব্যবহার করতে হবে। আর তা অবশ্যই বর্ষার আগে ব্যবহার করতে হবে।

হাওরে বাঁধ নির্মাণের নামে লুটপাট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ‘বাঁচাও হাওর-বাঁচাও দেশ’ ও জাতীয় মানবাধিকার সমিতি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত নাগরিক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বাঁচাও হাওর-বাঁচাও দেশ সংগঠনের আহ্বায়ক এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
মানববন্ধনে রোকনুজ্জামান রোকন বলেন, যখন পানিতে ফসল ডুবে যায়, তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের টনক নড়ে। তখন এক শ্রেণির সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়নের নামে চলে চরম লুটপাট। সাধারণ কৃষকেরা বারবার হয় বঞ্চিত। অথচ রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা অপচয় করে। এভাবে আর কত চলবে। জাতিকে এ নৈরাজ্য থেকে মুক্তি দিতে হবে। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, বাঁচাও হাওর, বাঁচাও দেশ এটি এখন আর স্লোগান নয়। এটি কৃষকের স্পন্দন।
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, দুর্নীতি রুখে দিতে পারলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু কে দুর্নীতির রুখবে। যখন যারাই ক্ষমতায় থাকেন তাদেরই দোসররাই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। মিলে মিশে লুটপাট করতে থাকে। এ যেন দেখার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। কেউ কেউ যদি প্রতিবাদ করেন, তখন সে আরও নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যায়। প্রতিবাদকারীর পাশে না দাঁড়ায় রাষ্ট্র, না রাষ্ট্রের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা। বরং কর্তাব্যক্তিদের নির্দেশেই প্রতিবাদকারীকে জেল, জুলুম, হুলিয়া এমনকি গুম-খুনেরও শিকার হতে হয়।
সভাপতির বক্তব্যে এনামুজ্জামান চৌধুরী বলেন হাওরবাসীকে বাঁচাতে হলে সুপরিকল্পিত পরিকল্পনা করে প্রথমেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হতে হবে। সংশ্লিষ্ট সংস্থার ব্যক্তিবর্গ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তা যদি বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রমানিত হয়, সঙ্গে সঙ্গে তাঁর চাকরিচ্যুতির পাশাপাশি চাকরি শেষে যে পেনশন পায় তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ঠিকাদারসহ অন্যরা যদি দুর্নীতি করে, ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত করে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বরাদ্দকৃত টাকা যথাযথভাবে দুর্নীতিমুক্ত ব্যবহার করতে হবে। আর তা অবশ্যই বর্ষার আগে ব্যবহার করতে হবে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে