মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চ থেকে ছেলের ওপর অভিমান করে নদীতে লাফ দেন মা। মাকে বাঁচাতে ছেলেও নদীতে ঝাঁপ দেন। এরপর মা সাঁতরে কিনারায় উঠে এলেও সাঁতার না জানা ছেলে এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের অদূরে চর-কিশোরগঞ্জ নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ নাঈম (২১)। তাঁর মা জামেরুন বেগম (৪০)। তাঁরা দুজন শরীয়তপুর জেলার সখীপুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী ও ছেলে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশের সদস্যরা বলছেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম. ভি বায়েজিদ জোনায়েদ-১ থেকে আকস্মিক ঝাঁপ দেন ওই নারী। এ সময় তাকে বাঁচাতে তাঁর ছেলেও নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চ থেকে লাফিয়ে পড়া নারী নিজে সাঁতরে তীরে উঠে এলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছেন।
গজারিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রিয়াজুর জান্নাত জানান, মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের অদূরে মেঘনা নদীতে মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করেছেন নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। সঙ্গে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল মঙ্গলবার থেকে আবার উদ্ধারকাজ শুরু হবে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) ইজাজ আহম্মেদ বলেন, ‘একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে মা-ছেলে লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন। পথে তুচ্ছ বিষয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে মা নদীতে ঝাঁপিয়ে পড়লে মাকে বাঁচাতে ছেলেটিও নদীতে ঝাঁপ দেন। কিন্তু, তিনি সাঁতার না জানায় তীরে উঠতে পারেনি। আজ সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে। কাল আবার উদ্ধারকাজ চলবে।’

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চ থেকে ছেলের ওপর অভিমান করে নদীতে লাফ দেন মা। মাকে বাঁচাতে ছেলেও নদীতে ঝাঁপ দেন। এরপর মা সাঁতরে কিনারায় উঠে এলেও সাঁতার না জানা ছেলে এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের অদূরে চর-কিশোরগঞ্জ নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ নাঈম (২১)। তাঁর মা জামেরুন বেগম (৪০)। তাঁরা দুজন শরীয়তপুর জেলার সখীপুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী ও ছেলে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশের সদস্যরা বলছেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম. ভি বায়েজিদ জোনায়েদ-১ থেকে আকস্মিক ঝাঁপ দেন ওই নারী। এ সময় তাকে বাঁচাতে তাঁর ছেলেও নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চ থেকে লাফিয়ে পড়া নারী নিজে সাঁতরে তীরে উঠে এলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছেন।
গজারিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রিয়াজুর জান্নাত জানান, মুন্সিগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের অদূরে মেঘনা নদীতে মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করেছেন নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। সঙ্গে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল মঙ্গলবার থেকে আবার উদ্ধারকাজ শুরু হবে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) ইজাজ আহম্মেদ বলেন, ‘একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে মা-ছেলে লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন। পথে তুচ্ছ বিষয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে মা নদীতে ঝাঁপিয়ে পড়লে মাকে বাঁচাতে ছেলেটিও নদীতে ঝাঁপ দেন। কিন্তু, তিনি সাঁতার না জানায় তীরে উঠতে পারেনি। আজ সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত রাখা হয়েছে। কাল আবার উদ্ধারকাজ চলবে।’

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৫ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে