নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

‘হাসিনা সরকার স্বৈরশাসক এরশাদকেও হার মানিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ শনিবার সকালে তাঁর নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ বলেন, ‘হাসিনা রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। দেশে আজ চাল, তেলসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়ানো হয়েছে। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষ দুবেলা খেতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। এই সরকারের পতন না ঘটা পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। তাই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।’
কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে উপজেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শান্তিপূর্ণভাবে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরের পেট্রলপাম্প মোড়ে সমাবেশ করে।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলালুদ্দিন হেলাল, যুবদলের নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।
অন্যদিকে, শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে নগরকান্দা উপজেলা সদরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

‘হাসিনা সরকার স্বৈরশাসক এরশাদকেও হার মানিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ শনিবার সকালে তাঁর নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ বলেন, ‘হাসিনা রাতের আঁধারে ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। দেশে আজ চাল, তেলসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়ানো হয়েছে। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষ দুবেলা খেতে পারছে না। দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। এই সরকারের পতন না ঘটা পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। তাই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।’
কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে উপজেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শান্তিপূর্ণভাবে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরের পেট্রলপাম্প মোড়ে সমাবেশ করে।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলালুদ্দিন হেলাল, যুবদলের নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।
অন্যদিকে, শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে নগরকান্দা উপজেলা সদরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
৮ মিনিট আগে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় শুটার জিনাত এবং হত্যার পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক অপর একজন তাঁদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
১১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাঁকে
৩২ মিনিট আগে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১ ঘণ্টা আগে