ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকাল থেকেই ঘরমুখী মানুষের তীব্র ভিড় লক্ষ করা গেছে। শত শত যাত্রী ভাঙ্গা বিশ্বরোড মোড়ে নেমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যানবাহন সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু লোকাল বাস, মাইক্রো এবং পিকআপ যাত্রীবোঝাই করে পূর্বের তুলনায় বেশি টাকা নিয়ে ভাঙ্গা থেকে বরিশাল, মাদারীপুর, খুলনা বাগেরহাটসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে যাত্রীবোঝাই বাস ভাঙ্গা বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। যাত্রীরা এক্সপ্রেসওয়ের মোড়ে নেমে যানবাহনের অভাবে হেঁটে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়ার পরিবহন খুঁজতে থাকেন। তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে চলাচল করতে বেগ পেতে হয়।
অন্যদিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় যানজট লক্ষ করা যায়নি।
ঢাকা থেকে বরিশালগামী কামরুল হাসান জানান, সায়েদাবাদ থেকে কোনো পরিবহনের টিকিট না পেয়ে তিনি তাঁর পরিবারবর্গসহ ইলিশ পরিবহনে ভাঙ্গায় এসেছেন। কিন্তু বাসটি ভাঙ্গা স্ট্যান্ডে না এসে তাঁদের নামিয়ে দেয় বিশ্বরোড মোড়ে। সেখান থেকে তিনি মালামাল নিয়ে হেঁটে ভাঙ্গা দক্ষিণপাড় বাজার স্ট্যান্ডে এসেছেন।
অন্যদিকে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে এসেছিলেন নড়াইলের মাহবুব হোসেন। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মাহবুব হোসেন জানান, ভোর ছয়টায় গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে উঠেছেন। তিনি নড়াইলের কোনো পরিবহনের টিকিট পাননি। তিনি পথ ভুল করে ভাঙ্গার বরিশাল প্রান্তে নামেন। এখান থেকে নড়াইল কীভাবে যাবেন, বুঝতে পারছেন না। এক ঘণ্টা অপেক্ষার পরে তিনি জানতে পারেন পৌরসভার সামনে থেকে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এক কিলোমিটার দূরে পৌরসভার সামনে যাওয়ার জন্য ভ্যানও পাচ্ছেন না।
ভাঙ্গা বাজার স্ট্যান্ডে কথা হয় বরিশালের গৌরনদীর আকলিমা বেগমের সঙ্গে। তিনি তাঁর অসুস্থ শাশুড়িকে নিয়ে ঢাকা থেকে গৌরনদী যাওয়ার জন্য পরিবহন খুঁজছিলেন। কিন্তু সব পরিবহন তার কাছ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হবে বলে জানায়।
গত ২৫ শে জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙ্গা হয়ে ওঠে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা থেকে যেসব যাত্রী পরিবহনের টিকিট পাননি, তারা সবাই ভাঙ্গায় এসে বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড চাপ থাকলেও বিকেলের দিকে যাত্রীদের চাপ কমতে শুরু করে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকাল থেকেই ঘরমুখী মানুষের তীব্র ভিড় লক্ষ করা গেছে। শত শত যাত্রী ভাঙ্গা বিশ্বরোড মোড়ে নেমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যানবাহন সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়েছে। এ সুযোগে কিছু লোকাল বাস, মাইক্রো এবং পিকআপ যাত্রীবোঝাই করে পূর্বের তুলনায় বেশি টাকা নিয়ে ভাঙ্গা থেকে বরিশাল, মাদারীপুর, খুলনা বাগেরহাটসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে।
ঢাকা থেকে যাত্রীবোঝাই বাস ভাঙ্গা বিশ্বরোড মোড়ে যাত্রী নামিয়ে আবার ঢাকার দিকে চলে যাচ্ছে। যাত্রীরা এক্সপ্রেসওয়ের মোড়ে নেমে যানবাহনের অভাবে হেঁটে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে যাওয়ার পরিবহন খুঁজতে থাকেন। তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে চলাচল করতে বেগ পেতে হয়।
অন্যদিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় যানজট লক্ষ করা যায়নি।
ঢাকা থেকে বরিশালগামী কামরুল হাসান জানান, সায়েদাবাদ থেকে কোনো পরিবহনের টিকিট না পেয়ে তিনি তাঁর পরিবারবর্গসহ ইলিশ পরিবহনে ভাঙ্গায় এসেছেন। কিন্তু বাসটি ভাঙ্গা স্ট্যান্ডে না এসে তাঁদের নামিয়ে দেয় বিশ্বরোড মোড়ে। সেখান থেকে তিনি মালামাল নিয়ে হেঁটে ভাঙ্গা দক্ষিণপাড় বাজার স্ট্যান্ডে এসেছেন।
অন্যদিকে ঢাকা থেকে নড়াইলের উদ্দেশে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে এসেছিলেন নড়াইলের মাহবুব হোসেন। সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মাহবুব হোসেন জানান, ভোর ছয়টায় গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি গাড়িতে উঠেছেন। তিনি নড়াইলের কোনো পরিবহনের টিকিট পাননি। তিনি পথ ভুল করে ভাঙ্গার বরিশাল প্রান্তে নামেন। এখান থেকে নড়াইল কীভাবে যাবেন, বুঝতে পারছেন না। এক ঘণ্টা অপেক্ষার পরে তিনি জানতে পারেন পৌরসভার সামনে থেকে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এক কিলোমিটার দূরে পৌরসভার সামনে যাওয়ার জন্য ভ্যানও পাচ্ছেন না।
ভাঙ্গা বাজার স্ট্যান্ডে কথা হয় বরিশালের গৌরনদীর আকলিমা বেগমের সঙ্গে। তিনি তাঁর অসুস্থ শাশুড়িকে নিয়ে ঢাকা থেকে গৌরনদী যাওয়ার জন্য পরিবহন খুঁজছিলেন। কিন্তু সব পরিবহন তার কাছ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হবে বলে জানায়।
গত ২৫ শে জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাঙ্গা হয়ে ওঠে দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা থেকে যেসব যাত্রী পরিবহনের টিকিট পাননি, তারা সবাই ভাঙ্গায় এসে বিভিন্নভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড চাপ থাকলেও বিকেলের দিকে যাত্রীদের চাপ কমতে শুরু করে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৭ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৪ মিনিট আগে