উত্তরা (ঢাকা) প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মোহাইমিনোন মুহি (১৯) ও মো. শাহাদাৎ চৌধুরী নিশান (১৯)।
জানা গেছে, ভুক্তভোগীর নাম শোয়াইব ইসলাম সাজ্জাদ। তিনি উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে গ্রেপ্তার হওয়া ওই দুই ছাত্র উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্র ও অভিযুক্ত দুজন উত্তরা ৭ নম্বর সেক্টরে হোস্টেলে থাকেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তরা ভুক্তভোগীকে ‘তোর পকেটে গাঁজা আছে’ বলে পুলিশে সোপর্দ করার হুমকি দিয়ে চাঁদাবাজি করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোহাইমিনোন মুহি ও শাহাদাৎ চৌধুরী নিশান নামের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মহসীন বলেন, গত ১০ অক্টোবর রাতে সাজ্জাদকে মোহাইমিনোন মুহি বলে, তোর বন্ধু ডেকেছে, নিচে যা। তখন সাজ্জাদ সঙ্গে সঙ্গেই নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় মুহি ও নিশান ছাড়াও সেখানে তাদের আরও দুই বন্ধু আছে। সাজ্জাদ যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুজন সাজ্জাদের দুই হাত ধরে রাখে। আরেকজন বলে, ‘তোর পকেটে গাঁজা আছে। তোরে পুলিশে দিতে হবে।’ সাজ্জাদকে মারধর করা হয়। সাজ্জাদের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয়। সাজ্জাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আবারও মারধর করতে থাকে। এরই মধ্যে একজন ফোনে পুলিশের সঙ্গে কথা বলার অভিনয় করে। পরে সাজ্জাদের পকেটে থাকা ১ হাজার টাকা নিয়ে নেয় এবং বাকি ৪ হাজার মঙ্গলবারের (১১ অক্টোবর) মধ্যে দেওয়ার সময় দেয়। না হলে সাজ্জাদকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। পরে সাজ্জাদের বাবা থানায় অভিযোগ দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় শোয়াইব ইসলাম সাজ্জাদের বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মোহাইমিনোন মুহি (১৯) ও মো. শাহাদাৎ চৌধুরী নিশান (১৯)।
জানা গেছে, ভুক্তভোগীর নাম শোয়াইব ইসলাম সাজ্জাদ। তিনি উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে গ্রেপ্তার হওয়া ওই দুই ছাত্র উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্র ও অভিযুক্ত দুজন উত্তরা ৭ নম্বর সেক্টরে হোস্টেলে থাকেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তরা ভুক্তভোগীকে ‘তোর পকেটে গাঁজা আছে’ বলে পুলিশে সোপর্দ করার হুমকি দিয়ে চাঁদাবাজি করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোহাইমিনোন মুহি ও শাহাদাৎ চৌধুরী নিশান নামের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মহসীন বলেন, গত ১০ অক্টোবর রাতে সাজ্জাদকে মোহাইমিনোন মুহি বলে, তোর বন্ধু ডেকেছে, নিচে যা। তখন সাজ্জাদ সঙ্গে সঙ্গেই নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় মুহি ও নিশান ছাড়াও সেখানে তাদের আরও দুই বন্ধু আছে। সাজ্জাদ যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুজন সাজ্জাদের দুই হাত ধরে রাখে। আরেকজন বলে, ‘তোর পকেটে গাঁজা আছে। তোরে পুলিশে দিতে হবে।’ সাজ্জাদকে মারধর করা হয়। সাজ্জাদের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয়। সাজ্জাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আবারও মারধর করতে থাকে। এরই মধ্যে একজন ফোনে পুলিশের সঙ্গে কথা বলার অভিনয় করে। পরে সাজ্জাদের পকেটে থাকা ১ হাজার টাকা নিয়ে নেয় এবং বাকি ৪ হাজার মঙ্গলবারের (১১ অক্টোবর) মধ্যে দেওয়ার সময় দেয়। না হলে সাজ্জাদকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। পরে সাজ্জাদের বাবা থানায় অভিযোগ দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় শোয়াইব ইসলাম সাজ্জাদের বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন।

সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
২৮ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে