উত্তরা (ঢাকা) প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মোহাইমিনোন মুহি (১৯) ও মো. শাহাদাৎ চৌধুরী নিশান (১৯)।
জানা গেছে, ভুক্তভোগীর নাম শোয়াইব ইসলাম সাজ্জাদ। তিনি উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে গ্রেপ্তার হওয়া ওই দুই ছাত্র উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্র ও অভিযুক্ত দুজন উত্তরা ৭ নম্বর সেক্টরে হোস্টেলে থাকেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তরা ভুক্তভোগীকে ‘তোর পকেটে গাঁজা আছে’ বলে পুলিশে সোপর্দ করার হুমকি দিয়ে চাঁদাবাজি করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোহাইমিনোন মুহি ও শাহাদাৎ চৌধুরী নিশান নামের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মহসীন বলেন, গত ১০ অক্টোবর রাতে সাজ্জাদকে মোহাইমিনোন মুহি বলে, তোর বন্ধু ডেকেছে, নিচে যা। তখন সাজ্জাদ সঙ্গে সঙ্গেই নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় মুহি ও নিশান ছাড়াও সেখানে তাদের আরও দুই বন্ধু আছে। সাজ্জাদ যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুজন সাজ্জাদের দুই হাত ধরে রাখে। আরেকজন বলে, ‘তোর পকেটে গাঁজা আছে। তোরে পুলিশে দিতে হবে।’ সাজ্জাদকে মারধর করা হয়। সাজ্জাদের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয়। সাজ্জাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আবারও মারধর করতে থাকে। এরই মধ্যে একজন ফোনে পুলিশের সঙ্গে কথা বলার অভিনয় করে। পরে সাজ্জাদের পকেটে থাকা ১ হাজার টাকা নিয়ে নেয় এবং বাকি ৪ হাজার মঙ্গলবারের (১১ অক্টোবর) মধ্যে দেওয়ার সময় দেয়। না হলে সাজ্জাদকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। পরে সাজ্জাদের বাবা থানায় অভিযোগ দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় শোয়াইব ইসলাম সাজ্জাদের বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মোহাইমিনোন মুহি (১৯) ও মো. শাহাদাৎ চৌধুরী নিশান (১৯)।
জানা গেছে, ভুক্তভোগীর নাম শোয়াইব ইসলাম সাজ্জাদ। তিনি উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে গ্রেপ্তার হওয়া ওই দুই ছাত্র উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্র ও অভিযুক্ত দুজন উত্তরা ৭ নম্বর সেক্টরে হোস্টেলে থাকেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তরা ভুক্তভোগীকে ‘তোর পকেটে গাঁজা আছে’ বলে পুলিশে সোপর্দ করার হুমকি দিয়ে চাঁদাবাজি করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোহাইমিনোন মুহি ও শাহাদাৎ চৌধুরী নিশান নামের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মহসীন বলেন, গত ১০ অক্টোবর রাতে সাজ্জাদকে মোহাইমিনোন মুহি বলে, তোর বন্ধু ডেকেছে, নিচে যা। তখন সাজ্জাদ সঙ্গে সঙ্গেই নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় মুহি ও নিশান ছাড়াও সেখানে তাদের আরও দুই বন্ধু আছে। সাজ্জাদ যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুজন সাজ্জাদের দুই হাত ধরে রাখে। আরেকজন বলে, ‘তোর পকেটে গাঁজা আছে। তোরে পুলিশে দিতে হবে।’ সাজ্জাদকে মারধর করা হয়। সাজ্জাদের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয়। সাজ্জাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আবারও মারধর করতে থাকে। এরই মধ্যে একজন ফোনে পুলিশের সঙ্গে কথা বলার অভিনয় করে। পরে সাজ্জাদের পকেটে থাকা ১ হাজার টাকা নিয়ে নেয় এবং বাকি ৪ হাজার মঙ্গলবারের (১১ অক্টোবর) মধ্যে দেওয়ার সময় দেয়। না হলে সাজ্জাদকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। পরে সাজ্জাদের বাবা থানায় অভিযোগ দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় শোয়াইব ইসলাম সাজ্জাদের বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে