নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন—মোছা. নিহার (৪০) ও আশরাফ আলী (৬০)। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান সংলগ্ন বনরুপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন ডিএনসিসির খিলক্ষেত ১৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক চালক আবুল কাশেমকে আটক করেছে এবং মেসার্স এম এস এস ক্যারিয়ার সার্ভিসের চট্টগ্রাম মেট্রো ট ১১-৩৬৯২ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
নিহত নিহারের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শারাইডাঙ্গা গ্রামে। তিনি রফিকুল ইসলামের স্ত্রী। আশরাফ আলী নওগাঁ সদর উপজেলার ফটিয়া মারি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। নিহার খিলক্ষেতে এবং আশরাফ আলী কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা খিলক্ষেতের বনরুপা এলাকার মহাসড়ক পরিষ্কার করছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
তিনি আরও বলেন, ‘ঘাতক চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে এবং চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
একজন ট্রাফিক সার্জেন্ট জানান, রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানটি দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন—মোছা. নিহার (৪০) ও আশরাফ আলী (৬০)। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান সংলগ্ন বনরুপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন ডিএনসিসির খিলক্ষেত ১৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক চালক আবুল কাশেমকে আটক করেছে এবং মেসার্স এম এস এস ক্যারিয়ার সার্ভিসের চট্টগ্রাম মেট্রো ট ১১-৩৬৯২ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
নিহত নিহারের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শারাইডাঙ্গা গ্রামে। তিনি রফিকুল ইসলামের স্ত্রী। আশরাফ আলী নওগাঁ সদর উপজেলার ফটিয়া মারি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। নিহার খিলক্ষেতে এবং আশরাফ আলী কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা খিলক্ষেতের বনরুপা এলাকার মহাসড়ক পরিষ্কার করছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
তিনি আরও বলেন, ‘ঘাতক চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে এবং চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
একজন ট্রাফিক সার্জেন্ট জানান, রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানটি দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে