সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনের ইউ টার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর মোটরসাইকেল উঠে গেলে সেখান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই দুই আরোহী। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। আজ সোমবার দুপুরে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহর ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকায় পরিবারসহ ভাড়া থেকে ব্যবসা করতেন। নিহত আরেকজন আল মামুন (২৬) বরিশালের হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে। আশুলিয়ার জিরানী এলাকায় বসবাস করে একটি আসবাবপত্রের দোকানে চাকরি করতেন তিনি।
পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর মোটরসাইকেল উঠে পড়লে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শুরু করার আগেই মারা যান তাঁরা।
নিহত এনামুল শাহর ছোট ভাই এমদাদুল শাহ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি, মোটরসাইকেল আইল্যান্ডের ওপর উঠে গেলে সেখানে দুর্ঘটনায় আমার ভাই মারা গিয়েছেন। টাঙ্গাইলেই আমাদের গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করার প্রক্রিয়া চলছে। ভাইয়ের সঙ্গে মামুন নামে একজন ছিলেন। তিনি ভাইয়ের বন্ধু।’
নিহত আল মামুনের মামা জহিরুল বলেন, ‘আমরা পরে শুনেছি। রাতে আশুলিয়া পল্লিবিদ্যুৎ থেকে সাভারে যাওয়ার পথে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মামুন ও তার বন্ধু এনামুল গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল নিয়ে গেলে মামুনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আর এনামুলকে সেখানে থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে এনামুলও মারা যায়।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, জাহাঙ্গীরনগরের প্রান্তিক গেটের সামনের ইউ টার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনের ইউ টার্নে এই দুর্ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর মোটরসাইকেল উঠে গেলে সেখান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই দুই আরোহী। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। আজ সোমবার দুপুরে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহর ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকায় পরিবারসহ ভাড়া থেকে ব্যবসা করতেন। নিহত আরেকজন আল মামুন (২৬) বরিশালের হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে। আশুলিয়ার জিরানী এলাকায় বসবাস করে একটি আসবাবপত্রের দোকানে চাকরি করতেন তিনি।
পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর মোটরসাইকেল উঠে পড়লে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শুরু করার আগেই মারা যান তাঁরা।
নিহত এনামুল শাহর ছোট ভাই এমদাদুল শাহ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি, মোটরসাইকেল আইল্যান্ডের ওপর উঠে গেলে সেখানে দুর্ঘটনায় আমার ভাই মারা গিয়েছেন। টাঙ্গাইলেই আমাদের গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করার প্রক্রিয়া চলছে। ভাইয়ের সঙ্গে মামুন নামে একজন ছিলেন। তিনি ভাইয়ের বন্ধু।’
নিহত আল মামুনের মামা জহিরুল বলেন, ‘আমরা পরে শুনেছি। রাতে আশুলিয়া পল্লিবিদ্যুৎ থেকে সাভারে যাওয়ার পথে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মামুন ও তার বন্ধু এনামুল গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল নিয়ে গেলে মামুনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আর এনামুলকে সেখানে থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে এনামুলও মারা যায়।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, জাহাঙ্গীরনগরের প্রান্তিক গেটের সামনের ইউ টার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) বহুল আলোচিত ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১২ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৪ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৫ মিনিট আগে