Ajker Patrika

মিরপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় শেখ মো. ওমর ফারুক (৩৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আবু হানিফ রনি। তিনি শাহআলী থানার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক। 

গতকাল শনিবার রাতে শাহআলীর ডি–ব্লকের ২ নম্বর সড়কের কাজী ফার্মার পাশে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা করেন নিহতের মা জাহানারা বেগম। 

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলায় ছয়জনের নামোউল্লেখ করে এবং আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।’ 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, দেড়-দুই মাস আগে স্থানীয় মিম নামের এক যুবকের সঙ্গে এক তরুণীকে উত্যক্ত করা নিয়ে ফারুকের কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে প্রতিশোধ নিতে মিম তাঁর সহযোগী সৌরভ, রনিসহ ৮-১০ জনকে নিয়ে গত শনিবার রাতে শাহআলীর ২ নম্বর সড়কে গতিরোধ করে তাঁকে মারধর করে। তিনি দৌড়ে তাঁর বাসার সামনে গিয়ে অচেতন হয় পড়েন। তাঁকে উদ্ধার করে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে চিকিৎসকেরা রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের মা জাহানারা বেগম অভিযোগ করে বলেন, ‘ফারুককে পরিকল্পনা করে মিম হত্যা করেছে। এর আগেও কয়েকবার হুমকি দিয়েছিল। যারা হত্যা করেছে তাঁরা সবাই সন্ত্রাসী এবং এলাকার বখাটে ছেলে হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে মামলা করেছি। তবে এখনো হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’ 

মামলায় মিমসহ ছয়জনকে আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন—সৌরভ, লিয়ন, সৈকত, স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু হানিফ রনি, রোমান আহমেদ। এছাড়া আরো সাত-আটজন অজ্ঞাত ব্যক্তি। 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত ফারুকের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের পর শাহআলী এলাকা থেকে মামলার ৫ নম্বর আসামি ও শাহআলী থানার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক আবু হানিফ রনিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এবং জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছে। 

এ বিষয়ে দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

নিহত ফারুক গাবতলীর বাস টার্মিনালের ভেতরে ‘টায়ার ভলকানাইজিং’ নামের একটি দোকানে ব্যবসা করতেন। এটি তাঁর পুরনো ব্যবসা। বাবার মৃত্যুর পর এই দোকানেই তিনি বসতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত