ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ঢুকে হঠাৎ ‘মোনাজাত’ করে আলোচনায় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ডেকে নিয়ে উপাচার্যের বাসভবনে গিয়ে ‘মোনাজাত’ করেন তিনি। এ সময় উপস্থিত থাকা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার (বাহালুল) হঠাৎ আমাদের সবাইকে জরুরি ডেকে উপাচার্য স্যারের বাসভবনে নিয়ে গেলেন। সেখানে কোনো কিছু না বলে আকাশের দিকে হাত তুলে মোনাজাত ধরেন।’
আরেক কর্মকর্তা বলেন, ‘সপ্তাহ খানেক আগে আমাদের অফিসের এক কর্মকর্তার মৃত্যু হয়, সেখানে উপাচার্য, উপ-উপাচার্য স্যাররা জানাজার নামাজে অংশগ্রহণ করেনি, হয়তোবা সময়ের কারণে যেতে পারেননি। কিন্তু তা নিয়ে বেশ কয়েক দিন যাবৎ আফসোস করতে দেখা গেছে স্যারকে, সে কারণে এই মোনাজাত হতে পারে।’
এ বিষয়ে জানতে বাহালুল হক চৌধুরীকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি, অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। কোথায় গেছে সে বিষয়েও নিশ্চিত কেউ জানাতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (বাহালুল) মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন, কী করবে বুঝে উঠতে পারছেন না। আমি তার পরিবারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি, তারাও বিষয়টি আমাকে জানিয়েছেন। কী করা যায় সেটা নিয়ে ভাবছি।’
এর আগে গত বছর অক্টোবরে বিজ্ঞপ্তি না দিয়ে মৌখিকভাবে ৫৩ জনকে নিয়োগ, বাজারদরের চেয়ে কম দামে পছন্দের ব্যক্তির কাছে পুরোনো কাগজ বিক্রি, অধিভুক্ত কলেজের প্রবেশপত্র ফি নগদে গ্রহণ ও লেনদেনে অস্বচ্ছতাসহ অনিয়মের অনেকগুলো অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ গড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত। এর পরিপ্রেক্ষিতে দুদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়ে তথ্য চেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম দুদকের চিঠির জবাবও দিয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ঢুকে হঠাৎ ‘মোনাজাত’ করে আলোচনায় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ডেকে নিয়ে উপাচার্যের বাসভবনে গিয়ে ‘মোনাজাত’ করেন তিনি। এ সময় উপস্থিত থাকা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘স্যার (বাহালুল) হঠাৎ আমাদের সবাইকে জরুরি ডেকে উপাচার্য স্যারের বাসভবনে নিয়ে গেলেন। সেখানে কোনো কিছু না বলে আকাশের দিকে হাত তুলে মোনাজাত ধরেন।’
আরেক কর্মকর্তা বলেন, ‘সপ্তাহ খানেক আগে আমাদের অফিসের এক কর্মকর্তার মৃত্যু হয়, সেখানে উপাচার্য, উপ-উপাচার্য স্যাররা জানাজার নামাজে অংশগ্রহণ করেনি, হয়তোবা সময়ের কারণে যেতে পারেননি। কিন্তু তা নিয়ে বেশ কয়েক দিন যাবৎ আফসোস করতে দেখা গেছে স্যারকে, সে কারণে এই মোনাজাত হতে পারে।’
এ বিষয়ে জানতে বাহালুল হক চৌধুরীকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি, অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। কোথায় গেছে সে বিষয়েও নিশ্চিত কেউ জানাতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি (বাহালুল) মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন, কী করবে বুঝে উঠতে পারছেন না। আমি তার পরিবারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি, তারাও বিষয়টি আমাকে জানিয়েছেন। কী করা যায় সেটা নিয়ে ভাবছি।’
এর আগে গত বছর অক্টোবরে বিজ্ঞপ্তি না দিয়ে মৌখিকভাবে ৫৩ জনকে নিয়োগ, বাজারদরের চেয়ে কম দামে পছন্দের ব্যক্তির কাছে পুরোনো কাগজ বিক্রি, অধিভুক্ত কলেজের প্রবেশপত্র ফি নগদে গ্রহণ ও লেনদেনে অস্বচ্ছতাসহ অনিয়মের অনেকগুলো অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ গড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত। এর পরিপ্রেক্ষিতে দুদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়ে তথ্য চেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম দুদকের চিঠির জবাবও দিয়েছিলেন।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে