Ajker Patrika

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। ছবি: আজকের পত্রিকা
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মকিম মোল্লা। তিনি কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের বাসিন্দা। তিনি পলাতক আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালীর কাশমিয়ার বিল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নাজমা বেগমকে হত্যা করেন তাঁর দ্বিতীয় স্বামী মকিম। মূলত দ্বিতীয় স্বামীর কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে ম‌কিম তাঁকে হত্যা করেন।

পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে নাজমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন তাঁর ভাই মো. ইমাম আলী বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা করেন।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন। একই সঙ্গে দণ্ডিত ব‌্য‌ক্তি‌কে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে বিচারপ্রার্থী ন্যায়বিচার পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত