Ajker Patrika

মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, দুই ভাইকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪: ২৬
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তাঁদের আরেক ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুরে এ সংঘর্ষ হয়। তখন বেশ কয়েকটি বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

নিহত দুজন হলেন ওই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খোয়াজপুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্লার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ও তাঁর ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ছাড়া আরেক ভাই অলিল সরদার ও স্থানীয় তরুণ পলাশসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের সময় সাত-আটটি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে সংঘর্ষকালে পুড়িয়ে দেওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

এসব তথ্য নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত