টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ২য় দিনে ময়দানে ইবাদত-বন্দেগি, জিকির-আজকারে মশগুল রয়েছেন মুসল্লিরা। আজ শনিবার ফজর ওয়াক্তের পর ভারতের মাওলানা ইয়াকুব আলীর হিন্দি বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা ইউসুফ। পরে সকাল ১০টার দিকে ময়দানে তালিম করা হয়েছে।
বাদ যোহর ওমর তুর্কি, বাদ আসর মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ান বাংলায় অনুবাদ করবেন মুফতি ওসমান ইসলাম ও বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তারের বয়ান অনুবাদ করবেন মুফতি জিয়া বিন কাশিম। এরই মধ্য দিয়ে আগামীকাল রোববার সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে ইজতেমার ময়দানে গিয়ে দেখা গেছে, ময়দান ও তাঁর আশপাশের এলাকায় অবস্থানরত লাখো মুসল্লিরা বয়ান ও ইবাদতে মশগুল রয়েছেন।
আজ বয়ানে যা বলা হয়, মহানবী (সা.) এর দেখানো জীবন ব্যবস্থা কায়েম করতে হলে ইমান, আমল, আখলাক ও ইসলামি শক্তি বাড়াতে হবে। তাই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। শত শত বছর ধরে ইসলামের দাওয়াতের কাজ চলছে। আগামীতেও চলবে। দ্বীন কায়েমের এ কাজে যারা জানমাল ও সময় দেবেন আল্লাহ তাঁদের জীবনকে সহজ করে দেবেন। ইজতেমাকে দুনিয়ার সকল দেশে প্রতিষ্ঠা করতে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে হবে।
নড়াইল থেকে তিন চিল্লার ১০৯ জন সাথি নিয়ে ময়দানে এসেছেন আবু হুরাইরা। তিনি বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়ে এর আগে এক সঙ্গে টাঙ্গাইলে ইসলামের দাওয়াত দিয়েছি। গত বৃহস্পতিবার রাত টঙ্গী ময়দানে যোগ দিয়েছি। আখেরি মোনাজাত শেষে ইসলামের দাওয়াত নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব।’
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও ইজতেমা ময়দানে যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আজ আসর ওয়াক্তের নামাজ শেষে ময়দানের মূল বয়ান মঞ্চে শতাধিক বিয়ে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আগামীকাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ইজতেমার আয়োজনের সমাপ্তি ঘটবে। সেই সঙ্গে আগামী বছর ৫৭ তম বিশ্ব ইজতেমার তারিখ জানিয়ে দেওয়া হতে পারে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ২য় দিনে ময়দানে ইবাদত-বন্দেগি, জিকির-আজকারে মশগুল রয়েছেন মুসল্লিরা। আজ শনিবার ফজর ওয়াক্তের পর ভারতের মাওলানা ইয়াকুব আলীর হিন্দি বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা ইউসুফ। পরে সকাল ১০টার দিকে ময়দানে তালিম করা হয়েছে।
বাদ যোহর ওমর তুর্কি, বাদ আসর মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ান বাংলায় অনুবাদ করবেন মুফতি ওসমান ইসলাম ও বাদ মাগরিব ভারতের মাওলানা আব্দুস সাত্তারের বয়ান অনুবাদ করবেন মুফতি জিয়া বিন কাশিম। এরই মধ্য দিয়ে আগামীকাল রোববার সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে ইজতেমার ময়দানে গিয়ে দেখা গেছে, ময়দান ও তাঁর আশপাশের এলাকায় অবস্থানরত লাখো মুসল্লিরা বয়ান ও ইবাদতে মশগুল রয়েছেন।
আজ বয়ানে যা বলা হয়, মহানবী (সা.) এর দেখানো জীবন ব্যবস্থা কায়েম করতে হলে ইমান, আমল, আখলাক ও ইসলামি শক্তি বাড়াতে হবে। তাই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। শত শত বছর ধরে ইসলামের দাওয়াতের কাজ চলছে। আগামীতেও চলবে। দ্বীন কায়েমের এ কাজে যারা জানমাল ও সময় দেবেন আল্লাহ তাঁদের জীবনকে সহজ করে দেবেন। ইজতেমাকে দুনিয়ার সকল দেশে প্রতিষ্ঠা করতে দ্বীনের দাওয়াত চালিয়ে যেতে হবে।
নড়াইল থেকে তিন চিল্লার ১০৯ জন সাথি নিয়ে ময়দানে এসেছেন আবু হুরাইরা। তিনি বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়ে এর আগে এক সঙ্গে টাঙ্গাইলে ইসলামের দাওয়াত দিয়েছি। গত বৃহস্পতিবার রাত টঙ্গী ময়দানে যোগ দিয়েছি। আখেরি মোনাজাত শেষে ইসলামের দাওয়াত নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব।’
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও ইজতেমা ময়দানে যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আজ আসর ওয়াক্তের নামাজ শেষে ময়দানের মূল বয়ান মঞ্চে শতাধিক বিয়ে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আগামীকাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ইজতেমার আয়োজনের সমাপ্তি ঘটবে। সেই সঙ্গে আগামী বছর ৫৭ তম বিশ্ব ইজতেমার তারিখ জানিয়ে দেওয়া হতে পারে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে