নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাঁদের গ্রেপ্তারের পর লাখ লাখ পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে ইভ্যালির অফিস ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপাতত স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠানটির টি১০ ক্যাম্পেইন।
ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আলাদা দুটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
অফিস বন্ধসংক্রান্ত পোস্টে গ্রাহকদের আশ্বস্ত করতে ইভ্যালি বলেছে, ‘হোম অফিসর’ মধ্যেও তাদের সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে।
পোস্টে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কাম্য করে প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখে পাশে থাকার কথা বলা হয়েছে।
অপর আরেকটি পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, দুজন সিগনেটরির অনুপস্থিতিতে সেলারদের নিয়মিত বিল দিতে পারছে না প্রতিষ্ঠানটি। সে জন্য পণ্য ডেলিভারি কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
পোস্টে বলা হয়েছে, শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার আপাতত রিকোয়েস্ট হিসেবে জমা থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্রই শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার কনফার্ম করা হবে। অর্ডার কনফার্ম হলে গ্রাহকেরা পেমেন্ট করতে পারবেন।
এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি এবং চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।

বৃহস্পতিবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাঁদের গ্রেপ্তারের পর লাখ লাখ পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে ইভ্যালির অফিস ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপাতত স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠানটির টি১০ ক্যাম্পেইন।
ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আলাদা দুটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
অফিস বন্ধসংক্রান্ত পোস্টে গ্রাহকদের আশ্বস্ত করতে ইভ্যালি বলেছে, ‘হোম অফিসর’ মধ্যেও তাদের সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে।
পোস্টে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কাম্য করে প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখে পাশে থাকার কথা বলা হয়েছে।
অপর আরেকটি পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, দুজন সিগনেটরির অনুপস্থিতিতে সেলারদের নিয়মিত বিল দিতে পারছে না প্রতিষ্ঠানটি। সে জন্য পণ্য ডেলিভারি কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
পোস্টে বলা হয়েছে, শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার আপাতত রিকোয়েস্ট হিসেবে জমা থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্রই শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার কনফার্ম করা হবে। অর্ডার কনফার্ম হলে গ্রাহকেরা পেমেন্ট করতে পারবেন।
এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি এবং চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
২০ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৩৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে