নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমি যেন হত্যার শিকার শেষ সাংবাদিকের মেয়ে হই। এরপর এই দেশে আর কোনো সাংবাদিক খুন যেন না হয়। আমার পর আর কোনো মেয়ে যেন তাঁর সাংবাদিক বাবাকে না হারায়। এমন দাবি জানান জামালপুরের নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাবেয়াতুল জান্নাত।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের উদ্যোগে সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাবেয়াতুল জান্নাত আরও বলেন, ‘আগেও আমার আব্বুর ওপর অনেকবার হামলা হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয়নি। যদি বিচার হতো তাহলে তাঁকে খুন হতে হতো না। ২২ আসামির মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৭ আসামিকেও যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। শুধু সিসিটিভি ফুটেজ দেখে নয়, এই হত্যার নেপথ্যে যারা আছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’
বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিক হত্যার বিচার না করা দেশের ভাবমূর্তির জন্য খারাপ। নাদিম হত্যার বিচার না করলে দেশের ভাবমূর্তির সর্বনাশ হবে। এর আগে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, তার বিচার না হওয়ায় বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই হত্যায় যদি আওয়ামী লীগেরও কেউ জড়িত থাকে তবে তাদেরও বিচার করতে হবে।’
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অন্যরা।
সমাবেশ শেষে বিএফইউজে ও ডিইউজের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ে যান।

আমি যেন হত্যার শিকার শেষ সাংবাদিকের মেয়ে হই। এরপর এই দেশে আর কোনো সাংবাদিক খুন যেন না হয়। আমার পর আর কোনো মেয়ে যেন তাঁর সাংবাদিক বাবাকে না হারায়। এমন দাবি জানান জামালপুরের নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাবেয়াতুল জান্নাত।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের উদ্যোগে সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাবেয়াতুল জান্নাত আরও বলেন, ‘আগেও আমার আব্বুর ওপর অনেকবার হামলা হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয়নি। যদি বিচার হতো তাহলে তাঁকে খুন হতে হতো না। ২২ আসামির মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৭ আসামিকেও যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। শুধু সিসিটিভি ফুটেজ দেখে নয়, এই হত্যার নেপথ্যে যারা আছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’
বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিক হত্যার বিচার না করা দেশের ভাবমূর্তির জন্য খারাপ। নাদিম হত্যার বিচার না করলে দেশের ভাবমূর্তির সর্বনাশ হবে। এর আগে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, তার বিচার না হওয়ায় বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই হত্যায় যদি আওয়ামী লীগেরও কেউ জড়িত থাকে তবে তাদেরও বিচার করতে হবে।’
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অন্যরা।
সমাবেশ শেষে বিএফইউজে ও ডিইউজের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ে যান।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে