নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমি যেন হত্যার শিকার শেষ সাংবাদিকের মেয়ে হই। এরপর এই দেশে আর কোনো সাংবাদিক খুন যেন না হয়। আমার পর আর কোনো মেয়ে যেন তাঁর সাংবাদিক বাবাকে না হারায়। এমন দাবি জানান জামালপুরের নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাবেয়াতুল জান্নাত।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের উদ্যোগে সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাবেয়াতুল জান্নাত আরও বলেন, ‘আগেও আমার আব্বুর ওপর অনেকবার হামলা হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয়নি। যদি বিচার হতো তাহলে তাঁকে খুন হতে হতো না। ২২ আসামির মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৭ আসামিকেও যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। শুধু সিসিটিভি ফুটেজ দেখে নয়, এই হত্যার নেপথ্যে যারা আছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’
বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিক হত্যার বিচার না করা দেশের ভাবমূর্তির জন্য খারাপ। নাদিম হত্যার বিচার না করলে দেশের ভাবমূর্তির সর্বনাশ হবে। এর আগে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, তার বিচার না হওয়ায় বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই হত্যায় যদি আওয়ামী লীগেরও কেউ জড়িত থাকে তবে তাদেরও বিচার করতে হবে।’
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অন্যরা।
সমাবেশ শেষে বিএফইউজে ও ডিইউজের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ে যান।

আমি যেন হত্যার শিকার শেষ সাংবাদিকের মেয়ে হই। এরপর এই দেশে আর কোনো সাংবাদিক খুন যেন না হয়। আমার পর আর কোনো মেয়ে যেন তাঁর সাংবাদিক বাবাকে না হারায়। এমন দাবি জানান জামালপুরের নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাবেয়াতুল জান্নাত।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের উদ্যোগে সাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাবেয়াতুল জান্নাত আরও বলেন, ‘আগেও আমার আব্বুর ওপর অনেকবার হামলা হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয়নি। যদি বিচার হতো তাহলে তাঁকে খুন হতে হতো না। ২২ আসামির মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৭ আসামিকেও যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। শুধু সিসিটিভি ফুটেজ দেখে নয়, এই হত্যার নেপথ্যে যারা আছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’
বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিক হত্যার বিচার না করা দেশের ভাবমূর্তির জন্য খারাপ। নাদিম হত্যার বিচার না করলে দেশের ভাবমূর্তির সর্বনাশ হবে। এর আগে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, তার বিচার না হওয়ায় বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই হত্যায় যদি আওয়ামী লীগেরও কেউ জড়িত থাকে তবে তাদেরও বিচার করতে হবে।’
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অন্যরা।
সমাবেশ শেষে বিএফইউজে ও ডিইউজের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে সচিবালয়ে যান।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে