জাবি প্রতিনিধি

‘হিস্টোরিসাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। বইটির লেখক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালক ইমতিয়াজ আহমেদ।
গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যসচিব অধ্যাপক বশির আহমেদের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ইমতিয়াজ বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের পর ‘জয় বাংলার’ সঙ্গে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন বলে উল্লেখ করেন। এই বইতে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন এবং একাত্তরের গণহত্যার বিচার না হওয়ার জন্য বঙ্গবন্ধু ও তাঁর সরকারকে দায়ী করেন।
এতে আরও বলা হয়, ‘একাত্তরের গণহত্যার বিচারের ক্ষেত্রে ওই সময়ের বাঙালিদের হাতে বিহারিদের হত্যার বিচার হওয়া উচিত বলে এই বইতে দাবি করেন তিনি। তাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ অধ্যাপক ইমতিয়াজের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রন্থটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
বিবৃতিতে সংগঠনটি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলে, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সর্বোপরি ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টার জন্য অনতিবিলম্বে অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালকের পদ থেকে অব্যাহতি এবং তাঁর বইটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বইয়ে আলোচিত বিষয়গুলো ইতিমধ্যে রাষ্ট্রীয় ও একাডেমিকভাবে সমাধান হয়েছে। এগুলো নিয়ে নতুন করে বিতর্কের কোনো জায়গা নেই। ‘জয় বাংলা’ দিয়ে শেষ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃত। অধ্যাপক ইমতিয়াজ আহমেদের ‘জয় পাকিস্তান’ স্লোগানের দাবি ইতিহাসের অনস্বীকার্য বিকৃতি। তিনি আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ‘জয় বাংলা’ সংবলিত ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটিকে চ্যালেঞ্জ করেছেন। অধ্যাপক আহমেদ তাঁর গ্রন্থে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে বিকৃতভাবে উপস্থাপন করে স্বাধীনতাবিরোধীদের দোসর হিসেবে কাজ করছেন।’

‘হিস্টোরিসাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। বইটির লেখক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালক ইমতিয়াজ আহমেদ।
গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যসচিব অধ্যাপক বশির আহমেদের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ইমতিয়াজ বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের পর ‘জয় বাংলার’ সঙ্গে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন বলে উল্লেখ করেন। এই বইতে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন এবং একাত্তরের গণহত্যার বিচার না হওয়ার জন্য বঙ্গবন্ধু ও তাঁর সরকারকে দায়ী করেন।
এতে আরও বলা হয়, ‘একাত্তরের গণহত্যার বিচারের ক্ষেত্রে ওই সময়ের বাঙালিদের হাতে বিহারিদের হত্যার বিচার হওয়া উচিত বলে এই বইতে দাবি করেন তিনি। তাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ অধ্যাপক ইমতিয়াজের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রন্থটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
বিবৃতিতে সংগঠনটি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলে, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সর্বোপরি ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টার জন্য অনতিবিলম্বে অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালকের পদ থেকে অব্যাহতি এবং তাঁর বইটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বইয়ে আলোচিত বিষয়গুলো ইতিমধ্যে রাষ্ট্রীয় ও একাডেমিকভাবে সমাধান হয়েছে। এগুলো নিয়ে নতুন করে বিতর্কের কোনো জায়গা নেই। ‘জয় বাংলা’ দিয়ে শেষ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃত। অধ্যাপক ইমতিয়াজ আহমেদের ‘জয় পাকিস্তান’ স্লোগানের দাবি ইতিহাসের অনস্বীকার্য বিকৃতি। তিনি আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ‘জয় বাংলা’ সংবলিত ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটিকে চ্যালেঞ্জ করেছেন। অধ্যাপক আহমেদ তাঁর গ্রন্থে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে বিকৃতভাবে উপস্থাপন করে স্বাধীনতাবিরোধীদের দোসর হিসেবে কাজ করছেন।’

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে