সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চলছে বিএনপির দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি। অবরোধের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের সংখ্যা খুবই কম। পাশাপাশি যেসব যানবাহন মহাসড়কে চলাচল করছে তাদের আবার যাত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
জাহাঙ্গীর বেপারী নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে মদনপুরে যেতে হবে, সে জন্য বের হয়েছিলাম। ভেবেছিলাম অবরোধে বাস পাব না। তবে মহাসড়কে এসে বাস পেতে তেমন সমস্যা হয়নি।
খালেক নামের আরেক যাত্রী জানান, মহাসড়কের অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেক কম রয়েছে। তাই খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারব আশা করছি।
আবু নাছের নামে এক বাসচালক বলেন, ‘আজ অবরোধ থাকলেও ঝুঁকি নিয়ে মহাসড়কে বাস নিয়ে বের হয়েছি। যাত্রাবাড়ী থেকে এখানে আসতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই মহাসড়কে যাতায়াত করতে পারব।’
শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে যানবাহন কম থাকলেও যানবাহন চলাচলে কোথাও কোনো বাধার শিকার হতে হচ্ছে না। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে রয়েছেন।

চলছে বিএনপির দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি। অবরোধের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের সংখ্যা খুবই কম। পাশাপাশি যেসব যানবাহন মহাসড়কে চলাচল করছে তাদের আবার যাত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
জাহাঙ্গীর বেপারী নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে মদনপুরে যেতে হবে, সে জন্য বের হয়েছিলাম। ভেবেছিলাম অবরোধে বাস পাব না। তবে মহাসড়কে এসে বাস পেতে তেমন সমস্যা হয়নি।
খালেক নামের আরেক যাত্রী জানান, মহাসড়কের অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেক কম রয়েছে। তাই খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারব আশা করছি।
আবু নাছের নামে এক বাসচালক বলেন, ‘আজ অবরোধ থাকলেও ঝুঁকি নিয়ে মহাসড়কে বাস নিয়ে বের হয়েছি। যাত্রাবাড়ী থেকে এখানে আসতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই মহাসড়কে যাতায়াত করতে পারব।’
শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে যানবাহন কম থাকলেও যানবাহন চলাচলে কোথাও কোনো বাধার শিকার হতে হচ্ছে না। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে রয়েছেন।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে