সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চলছে বিএনপির দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি। অবরোধের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের সংখ্যা খুবই কম। পাশাপাশি যেসব যানবাহন মহাসড়কে চলাচল করছে তাদের আবার যাত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
জাহাঙ্গীর বেপারী নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে মদনপুরে যেতে হবে, সে জন্য বের হয়েছিলাম। ভেবেছিলাম অবরোধে বাস পাব না। তবে মহাসড়কে এসে বাস পেতে তেমন সমস্যা হয়নি।
খালেক নামের আরেক যাত্রী জানান, মহাসড়কের অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেক কম রয়েছে। তাই খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারব আশা করছি।
আবু নাছের নামে এক বাসচালক বলেন, ‘আজ অবরোধ থাকলেও ঝুঁকি নিয়ে মহাসড়কে বাস নিয়ে বের হয়েছি। যাত্রাবাড়ী থেকে এখানে আসতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই মহাসড়কে যাতায়াত করতে পারব।’
শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে যানবাহন কম থাকলেও যানবাহন চলাচলে কোথাও কোনো বাধার শিকার হতে হচ্ছে না। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে রয়েছেন।

চলছে বিএনপির দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি। অবরোধের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের সংখ্যা খুবই কম। পাশাপাশি যেসব যানবাহন মহাসড়কে চলাচল করছে তাদের আবার যাত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
জাহাঙ্গীর বেপারী নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে মদনপুরে যেতে হবে, সে জন্য বের হয়েছিলাম। ভেবেছিলাম অবরোধে বাস পাব না। তবে মহাসড়কে এসে বাস পেতে তেমন সমস্যা হয়নি।
খালেক নামের আরেক যাত্রী জানান, মহাসড়কের অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেক কম রয়েছে। তাই খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারব আশা করছি।
আবু নাছের নামে এক বাসচালক বলেন, ‘আজ অবরোধ থাকলেও ঝুঁকি নিয়ে মহাসড়কে বাস নিয়ে বের হয়েছি। যাত্রাবাড়ী থেকে এখানে আসতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই মহাসড়কে যাতায়াত করতে পারব।’
শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে যানবাহন কম থাকলেও যানবাহন চলাচলে কোথাও কোনো বাধার শিকার হতে হচ্ছে না। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে রয়েছেন।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে