ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ায় রাজিয়া বেগম ছাত্রী নিবাসের দুই ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। ঘটনাটি একটি অডিও জানাজানি হলে তিনি ফেসবুকে ক্ষমা চান। পরে গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে পুনরায় তাঁর বিরুদ্ধে ওই দুই ছাত্রীকে ডেকে নিয়ে সাড়ে ছয় ঘণ্টা আটকে মানসিক ও শারীরিক নির্যাতনের করার অভিযোগ ওঠে।
এর পর পর মঙ্গলবার রাতেই হল প্রশাসন ওই দুই ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। তাঁরা দুজনে নিজ নিজ বাড়িতেই অবস্থান করেছেন। মানসিক অবস্থা ভালো নেই বলে গণমাধ্যমে কোন ধরনের কথাও বলতে রাজি হননি ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এম মুর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি দুই শিক্ষার্থীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য, রাজিয়া বেগম ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নারগিস রুমা, ছাত্রীনিবাসের সিনিয়র শিক্ষক সেলিনা আক্তারকে একাধিকবার ফোন করা হলেও কাউকে ফোনে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোন প্রত্যুত্তর দেননি তারা।
এদিকে ছাত্রীদের আটকে রেখে মিথ্যা জবানবন্দি নেওয়ার বিষয়ে ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। সব ডিজিটাল কারসাজি মিথ্যাচার। এটা তাদের একটা নতুন কৌশল। কেউ মিথ্যা কথা বললে তো আমাদের আর কিছু করার নেই। আমাদের কলেজের প্রিন্সপাল, হল সুপার ম্যাডামেরা আছেন, তাঁদের সঙ্গে কথা বলে দেখেন এমন কোনো ঘটনা ঘটেছে কি না। আমি রাজনৈতিক পরিবার থেকে বেড়ে উঠেছি। ছাত্রলীগ ও আমাকে হেয় করতেই পরিকল্পিতভাবে এ চক্রান্ত করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। যারা এই মিথ্যাচার করেছে তাদের মুখোশ উন্মোচন হবে।’
বিবৃতিতে রিভা আরও বলেন, ‘২৫ আগস্ট ইডেন কলেজ ছাত্রলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ছিল। এই প্রোগ্রাম নিয়ে আমি ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুব ব্যস্ত ছিলাম। এখানে যারা অডিও প্রকাশ করেছে তাঁদের সঙ্গে দেখা বা কথা বলার মতো কোন সুযোগই আমাদের ছিল না। প্রোগ্রামটা যাতে করতে না পারি এ জন্য কয়েকজন নেত্রী উঠে পড়ে লেগেছিল। যারা বিএনপির এজেন্ট। এই কারণে তাঁরা গত কয়েক দিন ধরেই নানা ধরনের কৌশল করছে। কমিটি গঠনের পরে আমরা সুন্দরভাবে একটা কর্মসূচি পালন করি এটা তারা চায়নি। তাই নানা ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করছে।’

ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ায় রাজিয়া বেগম ছাত্রী নিবাসের দুই ছাত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। ঘটনাটি একটি অডিও জানাজানি হলে তিনি ফেসবুকে ক্ষমা চান। পরে গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে পুনরায় তাঁর বিরুদ্ধে ওই দুই ছাত্রীকে ডেকে নিয়ে সাড়ে ছয় ঘণ্টা আটকে মানসিক ও শারীরিক নির্যাতনের করার অভিযোগ ওঠে।
এর পর পর মঙ্গলবার রাতেই হল প্রশাসন ওই দুই ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে। তাঁরা দুজনে নিজ নিজ বাড়িতেই অবস্থান করেছেন। মানসিক অবস্থা ভালো নেই বলে গণমাধ্যমে কোন ধরনের কথাও বলতে রাজি হননি ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এম এম মুর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি দুই শিক্ষার্থীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য, রাজিয়া বেগম ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নারগিস রুমা, ছাত্রীনিবাসের সিনিয়র শিক্ষক সেলিনা আক্তারকে একাধিকবার ফোন করা হলেও কাউকে ফোনে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোন প্রত্যুত্তর দেননি তারা।
এদিকে ছাত্রীদের আটকে রেখে মিথ্যা জবানবন্দি নেওয়ার বিষয়ে ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। সব ডিজিটাল কারসাজি মিথ্যাচার। এটা তাদের একটা নতুন কৌশল। কেউ মিথ্যা কথা বললে তো আমাদের আর কিছু করার নেই। আমাদের কলেজের প্রিন্সপাল, হল সুপার ম্যাডামেরা আছেন, তাঁদের সঙ্গে কথা বলে দেখেন এমন কোনো ঘটনা ঘটেছে কি না। আমি রাজনৈতিক পরিবার থেকে বেড়ে উঠেছি। ছাত্রলীগ ও আমাকে হেয় করতেই পরিকল্পিতভাবে এ চক্রান্ত করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। যারা এই মিথ্যাচার করেছে তাদের মুখোশ উন্মোচন হবে।’
বিবৃতিতে রিভা আরও বলেন, ‘২৫ আগস্ট ইডেন কলেজ ছাত্রলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ছিল। এই প্রোগ্রাম নিয়ে আমি ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুব ব্যস্ত ছিলাম। এখানে যারা অডিও প্রকাশ করেছে তাঁদের সঙ্গে দেখা বা কথা বলার মতো কোন সুযোগই আমাদের ছিল না। প্রোগ্রামটা যাতে করতে না পারি এ জন্য কয়েকজন নেত্রী উঠে পড়ে লেগেছিল। যারা বিএনপির এজেন্ট। এই কারণে তাঁরা গত কয়েক দিন ধরেই নানা ধরনের কৌশল করছে। কমিটি গঠনের পরে আমরা সুন্দরভাবে একটা কর্মসূচি পালন করি এটা তারা চায়নি। তাই নানা ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করছে।’

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে