নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘দোহার ও নবাবপুর (ঢাকা-১) এলাকার জনগণ এখনো আমাকে চায়।’ —এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করে ফিরে যাওয়ার সময় এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টি মনোনীত এই প্রার্থী বলেন, ‘এখনো (আমাকে) চাচ্ছে তারা (জনগণ)। আমি ঘরে ঘরে গিয়েছি, জনগণের সঙ্গে কথা বলেছি, তাদের কথা শুনেছি। ৮৪টি রাস্তা কার্পেটিং করেছি। বেশ কিছু স্কুল-কলেজের নির্মাণকাজ সম্পন্ন করেছি সরকারের মাধ্যমে। নবাবগঞ্জ ও দোহারের পাইলট কলেজকে সরকারিকরণ করেছি অনেক কষ্টে। নবাবগঞ্জে একটা পাইলট স্কুল আছে সেটাও আমি সরকারিকরণ করেছি।’
এলাকায় নিজের করা উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে সালমা ইসলাম বলেন, ‘ঢাকা থেকে কেরানীগঞ্জ, দোহার ও শ্রীনগরের রাস্তাটার বেহাল দশা ছিল। একটু বৃষ্টি পড়লেই গাড়ি চলত না। সেটা আমি ঠিক করে দিয়েছি। পদ্মার ভাঙনে দোহারের মানুষ যে কষ্ট করত সেটা লাঘবে সংসদে কথা বলে ২১৭ কোটি টাকা নিয়ে তার সমাধানে কাজ করেছি।’
নির্বাচিত হলে তাঁর আগের মেয়াদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির এই নেত্রী। তিনি বলেন, ‘বিদ্যুতের অভাব ছিল, অনেক মানুষের ঘর-বাড়ি অন্ধকারে ছিল সেগুলো আমি খেটে খেটে আলো জ্বালিয়ে দিয়ে এসেছি। বন্যার সময়ের জন্য আশ্রয়কেন্দ্র করে দিয়েছি। ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান আমি করে দিয়েছি।’
অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, ‘এত কাজ করেছি, এত কাজ করেছি...জনগণের পাশে ছিলাম। তাদের নিয়ে ভাবতাম। তাদের নিয়ে আমি বসতাম, কথা বলতাম, সুখ-দুঃখের কথা আমি শুনতাম। তোমরা কে কীভাবে আছ। আজ জনগণ আমার অপেক্ষায় আছে। যদি আমি নির্বাচিত হই অবশ্যই আমি আরও বেশি কাজ করব। আমার অসমাপ্ত কাজ আমি করে যেতে চাই।’
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে লাঙল প্রতীকে বিজয়ী হন অ্যাডভোকেট সালমা ইসলাম। এ ছাড়া তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন কিছুদিন। বর্তমানে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের পাশাপাশি জাতীয় মহিলা পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।

‘দোহার ও নবাবপুর (ঢাকা-১) এলাকার জনগণ এখনো আমাকে চায়।’ —এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করে ফিরে যাওয়ার সময় এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টি মনোনীত এই প্রার্থী বলেন, ‘এখনো (আমাকে) চাচ্ছে তারা (জনগণ)। আমি ঘরে ঘরে গিয়েছি, জনগণের সঙ্গে কথা বলেছি, তাদের কথা শুনেছি। ৮৪টি রাস্তা কার্পেটিং করেছি। বেশ কিছু স্কুল-কলেজের নির্মাণকাজ সম্পন্ন করেছি সরকারের মাধ্যমে। নবাবগঞ্জ ও দোহারের পাইলট কলেজকে সরকারিকরণ করেছি অনেক কষ্টে। নবাবগঞ্জে একটা পাইলট স্কুল আছে সেটাও আমি সরকারিকরণ করেছি।’
এলাকায় নিজের করা উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে সালমা ইসলাম বলেন, ‘ঢাকা থেকে কেরানীগঞ্জ, দোহার ও শ্রীনগরের রাস্তাটার বেহাল দশা ছিল। একটু বৃষ্টি পড়লেই গাড়ি চলত না। সেটা আমি ঠিক করে দিয়েছি। পদ্মার ভাঙনে দোহারের মানুষ যে কষ্ট করত সেটা লাঘবে সংসদে কথা বলে ২১৭ কোটি টাকা নিয়ে তার সমাধানে কাজ করেছি।’
নির্বাচিত হলে তাঁর আগের মেয়াদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির এই নেত্রী। তিনি বলেন, ‘বিদ্যুতের অভাব ছিল, অনেক মানুষের ঘর-বাড়ি অন্ধকারে ছিল সেগুলো আমি খেটে খেটে আলো জ্বালিয়ে দিয়ে এসেছি। বন্যার সময়ের জন্য আশ্রয়কেন্দ্র করে দিয়েছি। ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান আমি করে দিয়েছি।’
অ্যাডভোকেট সালমা ইসলাম আরও বলেন, ‘এত কাজ করেছি, এত কাজ করেছি...জনগণের পাশে ছিলাম। তাদের নিয়ে ভাবতাম। তাদের নিয়ে আমি বসতাম, কথা বলতাম, সুখ-দুঃখের কথা আমি শুনতাম। তোমরা কে কীভাবে আছ। আজ জনগণ আমার অপেক্ষায় আছে। যদি আমি নির্বাচিত হই অবশ্যই আমি আরও বেশি কাজ করব। আমার অসমাপ্ত কাজ আমি করে যেতে চাই।’
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে লাঙল প্রতীকে বিজয়ী হন অ্যাডভোকেট সালমা ইসলাম। এ ছাড়া তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন কিছুদিন। বর্তমানে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের পাশাপাশি জাতীয় মহিলা পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
৩৪ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে