সৈয়দ ঋয়াদ, ঢাকা

গাবতলী হাটের পর এবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন খেলার মাঠ কোরবানির পশুর হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে তালিকায় তিন নম্বরে থাকা এসএফ করপোরেশনকে হাট ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এতে সরকারের লোকসান হবে ৭৭ লাখ টাকা।
গত শনিবার দরপত্রে অংশ নেওয়া তিন নম্বরে থাকা এসএফ করপোরেশনকে হাট ইজারা দিয়ে কার্যাদেশ জারি করে। শনিবার প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমানের স্বাক্ষরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্পত্তি বিভাগ এই চিঠি ইস্যু করে।
করপোরেশনের কার্যাদেশ দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, এসএফ করপোরেশনের দাখিল করা ১ কোটি ৪০ লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হওয়ায় দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক গৃহীত ও অনুমোদিত হয়েছে। দরপত্রের সঙ্গে দাখিল করা জামানতের অর্থ সমন্বয় করে নিম্নোক্ত খাতে দেওয়া আবশ্যক। প্রতিষ্ঠানটিকে তিন কার্যদিবসের মধ্যে টাকা জমা দেওয়ার চুক্তি সম্পাদন ও কার্যাদেশ নিতে বলা হয়েছে।
দরপত্রের এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করে গতকাল রোববার ডিএনসিসির প্রশাসককে চিঠি দিয়েছে সর্বোচ্চ দরদাতা জায়ান এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির দাবি, হাটের জন্য সর্বোচ্চ ২ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ৭০০ টাকা দর দিলেও তাদের বাদ দিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা দেওয়া এসএফ করপোরেশনকে বাজার ইজারা দেয় ডিএনসিসি।
ডিএনসিসির প্রশাসককে দেওয়া চিঠিতে জায়ান এন্টারপ্রাইজের মোহাম্মাদ মনিরুজ্জামান মনির আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি করপোরেশনের একটি চক্র আমি সর্বোচ্চ দরতাদা হওয়ার পরও আমাকে ও দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে তৃতীয় দরদাতাকে হাট ইজারা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।’
কাগজপত্র হালনাগাদ নয়—এমন অভিযোগ তুলে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে বাতিল করা হয়েছে জানিয়ে দরপত্রে অংশ নেওয়া মনির বলেন, কর্মকর্তারা অর্থের লেনদেন করে প্রথম দুজনকে বাদ দিয়ে গাবতলীর হাটে জালিয়াতি করা ইজারাদারকে হাটটি ইজারা দিয়েছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, কোরবানির পশুর হাট অস্থায়ী ভিত্তিতে ইজারা নিতে ১১টি প্রতিষ্ঠান দরপত্রে জমা দেয়। এতে জায়ান এন্টারপ্রাইজ ২ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ৭০০ টাকা, বিএম এন্টারপ্রাইজ ১ কোটি ৫১ লাখ টাকা, এসএফ করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা দর দেয়।
এ ছাড়া এমএইচটি পাওয়ার ইঞ্জিয়ারিং, আইফাজ এন্টারপ্রাইজ, পূর্বদেশ এজেন্সি, আবু তাহের অ্যান্ড কোং চায়না বাংলা ট্রেড লিংক, আতিকুর রহমান, মেসার্স রাইয়ান এন্টারপ্রাইজ ও শেফালী ট্রেডার্স এই আটটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আমি বিষয়টি আজকে শুনেছি। কোনো অনিয়ম হয়ে থাকলে আপনারা সেটা তুলে ধরেন। আমি বিষয়টি দেখার জন্য কর্মকর্তাদের বলেছি। তারা যেসব কথা বলছে, এসব কারণে তা বাতিল করার কারণ নেই।’

গাবতলী হাটের পর এবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন খেলার মাঠ কোরবানির পশুর হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে তালিকায় তিন নম্বরে থাকা এসএফ করপোরেশনকে হাট ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এতে সরকারের লোকসান হবে ৭৭ লাখ টাকা।
গত শনিবার দরপত্রে অংশ নেওয়া তিন নম্বরে থাকা এসএফ করপোরেশনকে হাট ইজারা দিয়ে কার্যাদেশ জারি করে। শনিবার প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমানের স্বাক্ষরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সম্পত্তি বিভাগ এই চিঠি ইস্যু করে।
করপোরেশনের কার্যাদেশ দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, এসএফ করপোরেশনের দাখিল করা ১ কোটি ৪০ লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হওয়ায় দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক গৃহীত ও অনুমোদিত হয়েছে। দরপত্রের সঙ্গে দাখিল করা জামানতের অর্থ সমন্বয় করে নিম্নোক্ত খাতে দেওয়া আবশ্যক। প্রতিষ্ঠানটিকে তিন কার্যদিবসের মধ্যে টাকা জমা দেওয়ার চুক্তি সম্পাদন ও কার্যাদেশ নিতে বলা হয়েছে।
দরপত্রের এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ করে গতকাল রোববার ডিএনসিসির প্রশাসককে চিঠি দিয়েছে সর্বোচ্চ দরদাতা জায়ান এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির দাবি, হাটের জন্য সর্বোচ্চ ২ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ৭০০ টাকা দর দিলেও তাদের বাদ দিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা দেওয়া এসএফ করপোরেশনকে বাজার ইজারা দেয় ডিএনসিসি।
ডিএনসিসির প্রশাসককে দেওয়া চিঠিতে জায়ান এন্টারপ্রাইজের মোহাম্মাদ মনিরুজ্জামান মনির আজকের পত্রিকাকে বলেন, ‘সিটি করপোরেশনের একটি চক্র আমি সর্বোচ্চ দরতাদা হওয়ার পরও আমাকে ও দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে তৃতীয় দরদাতাকে হাট ইজারা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।’
কাগজপত্র হালনাগাদ নয়—এমন অভিযোগ তুলে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে বাতিল করা হয়েছে জানিয়ে দরপত্রে অংশ নেওয়া মনির বলেন, কর্মকর্তারা অর্থের লেনদেন করে প্রথম দুজনকে বাদ দিয়ে গাবতলীর হাটে জালিয়াতি করা ইজারাদারকে হাটটি ইজারা দিয়েছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, কোরবানির পশুর হাট অস্থায়ী ভিত্তিতে ইজারা নিতে ১১টি প্রতিষ্ঠান দরপত্রে জমা দেয়। এতে জায়ান এন্টারপ্রাইজ ২ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ৭০০ টাকা, বিএম এন্টারপ্রাইজ ১ কোটি ৫১ লাখ টাকা, এসএফ করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা দর দেয়।
এ ছাড়া এমএইচটি পাওয়ার ইঞ্জিয়ারিং, আইফাজ এন্টারপ্রাইজ, পূর্বদেশ এজেন্সি, আবু তাহের অ্যান্ড কোং চায়না বাংলা ট্রেড লিংক, আতিকুর রহমান, মেসার্স রাইয়ান এন্টারপ্রাইজ ও শেফালী ট্রেডার্স এই আটটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আমি বিষয়টি আজকে শুনেছি। কোনো অনিয়ম হয়ে থাকলে আপনারা সেটা তুলে ধরেন। আমি বিষয়টি দেখার জন্য কর্মকর্তাদের বলেছি। তারা যেসব কথা বলছে, এসব কারণে তা বাতিল করার কারণ নেই।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৭ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪১ মিনিট আগে