ঢামেক প্রতিবেদক

রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম হাফিজুর রহমান (১৮)। এতে আহত হয়েছে আকাশ আহমেদ (১৭) নামের আরেক শিক্ষার্থী।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে হাফিজকে মৃত ঘোষণা করেন।
নিহত হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
আহত আকাশ বলে, সে নিজে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র, বাসা পশ্চিম রামপুরা ওয়াবদা রোড এলাকায়। দেশের বন্যাদুর্গতদের সহায়তার জন্য তারা ফান্ড কালেকশনের জন্য জাহাজ বিল্ডিং মাহমুদ ডেকোরেটরের সামনে বাক্স তৈরি করছিল। তখন হঠাৎ পাঁচ-ছয়জন এসে অতর্কিত তাদের ওপর আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন।
তবে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
নিহত হাফিজের চাচাতো ভাই মাহবুবুর রহমান বলেন, হাফিজদের বাসা পশ্চিম রামপুরা ওলন রোড এলাকায়। বাবার নাম মো. লুৎফর রহমান। হাফিজ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। ৫ আগস্টের দিন হাজিপাড়া এলাকা থেকে কিছু পোলাপান আসে হাফিজের এক বন্ধুকে খুঁজতে। না পেয়ে হুমকি–ধমকি দিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, আজকে আবারও তারাই জাহাজ বিল্ডিং এলাকায় আসে এবং হাফিজসহ আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের নাম–পরিচয় জানতে পারিনি। তবে সেখানে সিসিটিভি ফুটেজ আছে। ফুটেজ দেখলে সবাইকে চেনা যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাফিজের পা, কোমরসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত আকাশের পাঁজরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম হাফিজুর রহমান (১৮)। এতে আহত হয়েছে আকাশ আহমেদ (১৭) নামের আরেক শিক্ষার্থী।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে হাফিজকে মৃত ঘোষণা করেন।
নিহত হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
আহত আকাশ বলে, সে নিজে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র, বাসা পশ্চিম রামপুরা ওয়াবদা রোড এলাকায়। দেশের বন্যাদুর্গতদের সহায়তার জন্য তারা ফান্ড কালেকশনের জন্য জাহাজ বিল্ডিং মাহমুদ ডেকোরেটরের সামনে বাক্স তৈরি করছিল। তখন হঠাৎ পাঁচ-ছয়জন এসে অতর্কিত তাদের ওপর আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন।
তবে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
নিহত হাফিজের চাচাতো ভাই মাহবুবুর রহমান বলেন, হাফিজদের বাসা পশ্চিম রামপুরা ওলন রোড এলাকায়। বাবার নাম মো. লুৎফর রহমান। হাফিজ সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। ৫ আগস্টের দিন হাজিপাড়া এলাকা থেকে কিছু পোলাপান আসে হাফিজের এক বন্ধুকে খুঁজতে। না পেয়ে হুমকি–ধমকি দিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, আজকে আবারও তারাই জাহাজ বিল্ডিং এলাকায় আসে এবং হাফিজসহ আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের নাম–পরিচয় জানতে পারিনি। তবে সেখানে সিসিটিভি ফুটেজ আছে। ফুটেজ দেখলে সবাইকে চেনা যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাফিজের পা, কোমরসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত আকাশের পাঁজরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩৭ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে