নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার রাতে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ প্রকল্পের নামফলক পুড়িয়ে ফেলা হয়েছে, যাতে বিএনপি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘এরা যে আন্দোলনের নামে কী করবে, এটা বোঝাই যায়। এখন তারা উদ্বোধনী ফলক ভাঙতে শুরু করেছে। তা-ও কোনটি? আমারও না, প্রধানমন্ত্রীর। এত বিদ্বেষ। কারা করেছে সেটা আমরা বুঝি। সত্য বেরিয়ে আসবে।’
আজ শুক্রবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের শত্রুরা এই ষড়যন্ত্রে জড়িত বলে জানান তিনি। তিনি বলেন, ‘উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে যাচ্ছে। তারা গত রাতের অন্ধকারে কাঁচপুর সেতুর প্রান্তে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি পুড়িয়ে ফেলেছেন।’
ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সচিব ওখানে আছেন। তাঁকে বলেছি বিষয়টি দেখে মামলাও করতে হবে।’
ঘটনার সঙ্গে বিএনপি জড়িত এমন ইঙ্গিত করেন ওবায়দুল কাদের। তিনি দাবি করে বলেন, ‘আমি শুধু এইটুকু বলতে চাই। আমরা যে বলি এরা পারলে...এখন শুরু করল। এমন একটা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে...পুড়িয়ে ফেলেছে। এই তিন সেতু (কাঁচপুর, মেঘনা, গোমতী সেতু) চট্টগ্রামে যাতায়াতে যে স্বস্তি দিয়েছে, এতে প্রধানমন্ত্রীর অহংকারের উচ্চারণ আছে।’

বৃহস্পতিবার রাতে ‘সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন’ প্রকল্পের নামফলক পুড়িয়ে ফেলা হয়েছে, যাতে বিএনপি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘এরা যে আন্দোলনের নামে কী করবে, এটা বোঝাই যায়। এখন তারা উদ্বোধনী ফলক ভাঙতে শুরু করেছে। তা-ও কোনটি? আমারও না, প্রধানমন্ত্রীর। এত বিদ্বেষ। কারা করেছে সেটা আমরা বুঝি। সত্য বেরিয়ে আসবে।’
আজ শুক্রবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের শত্রুরা এই ষড়যন্ত্রে জড়িত বলে জানান তিনি। তিনি বলেন, ‘উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে যাচ্ছে। তারা গত রাতের অন্ধকারে কাঁচপুর সেতুর প্রান্তে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি পুড়িয়ে ফেলেছেন।’
ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সচিব ওখানে আছেন। তাঁকে বলেছি বিষয়টি দেখে মামলাও করতে হবে।’
ঘটনার সঙ্গে বিএনপি জড়িত এমন ইঙ্গিত করেন ওবায়দুল কাদের। তিনি দাবি করে বলেন, ‘আমি শুধু এইটুকু বলতে চাই। আমরা যে বলি এরা পারলে...এখন শুরু করল। এমন একটা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে...পুড়িয়ে ফেলেছে। এই তিন সেতু (কাঁচপুর, মেঘনা, গোমতী সেতু) চট্টগ্রামে যাতায়াতে যে স্বস্তি দিয়েছে, এতে প্রধানমন্ত্রীর অহংকারের উচ্চারণ আছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে