কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইন এবং পুলিশ অ্যাসল্ট আইনে করা এ মামলায় এজাহারনামীয় ১৯ এবং অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার (৭ নভেম্বর) রাতে সদর মডেল থানার উপপরিদর্শক অনিক কুমার সাহা বাদী হয়ে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে-আবু নাসের সুমন (৪০), মো. সাইফুল ইসলাম (৩৫), খুসরুজ্জামান শরিফ (৪৩), ইসরাইল মিয়া (৫৬), মারুফুল ইসলাম মারুফ (৩৩), মো. মাজহারুল ইসলাম (৫৮), আমিনুল ইসলাম আশফাক (৫২), মাহবুবুল আলম (৫০), ফেরদৌস আহম্মেদ নেভিন (২৫), মো. মামুন (৩২), মো. মোস্তাক আহম্মেদ শাহীন (৪৫), তারেকুজ্জামান পার্নেল (৩৫), সাজ্জাদ হোসেন ওরফে (৩৫), শাহ আলম (৩২), রাফিউল ইসলাম নওশাদ (৩০), হিমেল (৩০), নাজমুল আলম (৪৫), রুহুল হোসাইন (৩৪) ও অজ্ঞাত আরও ৬০-৭০ জন।
এর আগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে মিছিল নিয়ে যোগ দেওয়ার সময় জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের লাঠিপেটা ও গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ যুবদল ও ছাত্রদলের ১৮ জন নেতা-কর্মী আহত হন।
অন্যদিকে সংঘর্ষে ছোড়া ইটের আঘাতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদসহ ১২ জন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন। বেলা ১টার দিকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা বের হওয়ার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম খান চুন্নুর গাড়ির চালক মো. সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় বিএনপি কার্যালয়ের ভেতরে অবস্থান করেন দলের জেলা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ নেতা-কর্মীরা। তাঁদের দাবি, কেবল স্লোগান দেওয়ার অপরাধে পুলিশ লাঠিপেটা ও গুলি করেছে।
কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘তারা মিছিল নিয়ে আসার সময় কিছু গাড়ি ভাঙচুর করতেছিল। এগুলো নিবৃত্ত করতে প্রথমে আমি তাদের বলি কিন্তু তারা তা শোনে নাই এবং আমাদেরকে ইটপাটকেল মারতে থাকে। তখন আমরা বাধ্য হয়ে সরকারি জানমাল ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আবু নাসের সুমন ও সাইফুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়েছিল। পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

কিশোরগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইন এবং পুলিশ অ্যাসল্ট আইনে করা এ মামলায় এজাহারনামীয় ১৯ এবং অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার (৭ নভেম্বর) রাতে সদর মডেল থানার উপপরিদর্শক অনিক কুমার সাহা বাদী হয়ে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে-আবু নাসের সুমন (৪০), মো. সাইফুল ইসলাম (৩৫), খুসরুজ্জামান শরিফ (৪৩), ইসরাইল মিয়া (৫৬), মারুফুল ইসলাম মারুফ (৩৩), মো. মাজহারুল ইসলাম (৫৮), আমিনুল ইসলাম আশফাক (৫২), মাহবুবুল আলম (৫০), ফেরদৌস আহম্মেদ নেভিন (২৫), মো. মামুন (৩২), মো. মোস্তাক আহম্মেদ শাহীন (৪৫), তারেকুজ্জামান পার্নেল (৩৫), সাজ্জাদ হোসেন ওরফে (৩৫), শাহ আলম (৩২), রাফিউল ইসলাম নওশাদ (৩০), হিমেল (৩০), নাজমুল আলম (৪৫), রুহুল হোসাইন (৩৪) ও অজ্ঞাত আরও ৬০-৭০ জন।
এর আগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে মিছিল নিয়ে যোগ দেওয়ার সময় জেলা শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের লাঠিপেটা ও গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ যুবদল ও ছাত্রদলের ১৮ জন নেতা-কর্মী আহত হন।
অন্যদিকে সংঘর্ষে ছোড়া ইটের আঘাতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদসহ ১২ জন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন। বেলা ১টার দিকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা বের হওয়ার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম খান চুন্নুর গাড়ির চালক মো. সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় বিএনপি কার্যালয়ের ভেতরে অবস্থান করেন দলের জেলা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ নেতা-কর্মীরা। তাঁদের দাবি, কেবল স্লোগান দেওয়ার অপরাধে পুলিশ লাঠিপেটা ও গুলি করেছে।
কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘তারা মিছিল নিয়ে আসার সময় কিছু গাড়ি ভাঙচুর করতেছিল। এগুলো নিবৃত্ত করতে প্রথমে আমি তাদের বলি কিন্তু তারা তা শোনে নাই এবং আমাদেরকে ইটপাটকেল মারতে থাকে। তখন আমরা বাধ্য হয়ে সরকারি জানমাল ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আবু নাসের সুমন ও সাইফুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়েছিল। পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
২০ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে