নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর থানাগুলোর সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা চালু করা হবে। এই হটলাইনের সেবার মাধ্যমে ভুক্তভোগীরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন কমিশনারের সঙ্গে কথা বলতে পারবেন।
আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের এসব কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
ডিএমপি কমিশনার বলেন, ‘মেসেজ টু কমিশনারে ভুক্তভোগীরা থানায় গেলে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এ ছাড়া ডিবিতে যেয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন।’
কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় হাবিবুর রহমান আরও বলেন, ‘ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। নতুন ক্রাইমের দিকে ধাবিত হচ্ছে ডিএমপি। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।’
যানজট নিরসনে কী ধরনের ভূমিকা রাখবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, ‘ঢাকার যানজটপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানকার সমস্যাগুলোও চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দুই সিটির সঙ্গে একযোগে এই সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। গণপরিবহনের চালকদের জন্য আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেব।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নে আমেরিকার ভিসা নীতির বিষয়টি আসলে হাবিবুর রহমান বলেন, ‘আমেরিকার ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো সমস্যা নেই। এটা কোনো প্রতিষ্ঠানের ওপর দেওয়া হবে না। এটা ব্যক্তিকে দেওয়া হবে।’

রাজধানীর থানাগুলোর সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ হটলাইন সেবা চালু করা হবে। এই হটলাইনের সেবার মাধ্যমে ভুক্তভোগীরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন কমিশনারের সঙ্গে কথা বলতে পারবেন।
আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের এসব কথা বলেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
ডিএমপি কমিশনার বলেন, ‘মেসেজ টু কমিশনারে ভুক্তভোগীরা থানায় গেলে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এ ছাড়া ডিবিতে যেয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন।’
কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় হাবিবুর রহমান আরও বলেন, ‘ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। নতুন ক্রাইমের দিকে ধাবিত হচ্ছে ডিএমপি। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।’
যানজট নিরসনে কী ধরনের ভূমিকা রাখবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, ‘ঢাকার যানজটপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানকার সমস্যাগুলোও চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দুই সিটির সঙ্গে একযোগে এই সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। গণপরিবহনের চালকদের জন্য আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও নেব।’
এ সময় সাংবাদিকদের প্রশ্নে আমেরিকার ভিসা নীতির বিষয়টি আসলে হাবিবুর রহমান বলেন, ‘আমেরিকার ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো সমস্যা নেই। এটা কোনো প্রতিষ্ঠানের ওপর দেওয়া হবে না। এটা ব্যক্তিকে দেওয়া হবে।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৮ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৮ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৬ মিনিট আগে