Ajker Patrika

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় দেন। 

যাবজ্জীবন শাসকপ্রাপ্ত আসামি হলেন নাছির হাওলাদার (২৬)। তিনি ঝালকাঠির কোলাবানিয়ার মদিপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। 

ট্রাইব্যুনালের বিশেষ পিপি আফরোজা ফারহানা আহম্মেদ (অরেঞ্জ) রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি ও ভিকটিমের পরিবার রাজধানীর বাড্ডার সেকেন্দারবাগ এলাকায় একই বাড়িতে ভাড়া থাকতেন। ভিকটিমের মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করেন। ২০১৫ সালের ১৩ এপ্রিল সকাল ১১টার সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন নাছির। 

এ ঘটনায় ওই ছাত্রীর মা ১৫ এপ্রিল বাড্ডা থানায় মামলা করেন। ওই বছরের ১৩ সেপ্টেম্বর মামলাটি তদন্ত করে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মোশাররফ হোসেন। 
মামলার বিচার চলাকালে আদালত ১১ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রায় শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত