নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবিতে মশাল মিছিল করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে এই মিছিল হয়। দাবি মানা না হলে ১৭ তারিখ আধা বেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।
মিছিলের পর সংক্ষিপ্ত সভায় ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জসহ সকল রুটে বাসের ভাড়া কমিয়ে আনার দাবি জানাচ্ছি আমরা। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪৫ টাকা এবং অন্যান্য রুটের বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের বাস ভাড়া হাফ করতে হবে। ৫ আগস্টে আন্দোলনের পর যারা এখনো অপকর্ম করছে তারা মাফিয়াদের উচ্ছিষ্টভোগী। বাসের মালিক নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রশাসন নানান টালবাহানা করছে। আগামী ১৫ তারিখের মধ্যে যদি বাসের ভাড়া কমানো না হয়, তাহলে ১৭ তারিখ নারায়ণগঞ্জে আধা বেলা হরতাল পালন করা হবে। দাবি আদায় না করে মাঠ ছাড়ব না।’

রফিউর রাব্বী প্রশাসনের উদ্দেশে বলেন, ‘এই পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক সেটা আমরা চাই। এই সরকারের আমলে যদি ১৭ তারিখ হরতাল হয়, তাহলে সেটা হবে এই সরকারের আমলে প্রথম হরতাল। সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য আমরা প্রশাসনকে আহ্বান জানাব। মাফিয়াদের রক্ষা করা প্রশাসনের দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব জনগণের কথা শোনা। সুতরাং গণদাবির প্রতি সম্মান রেখে ১৫ নভেম্বরের আগে বাস ভাড়া কমিয়ে আনবেন।’
সমাবেশ শেষে মশাল মিছিল বের করেন যাত্রী অধিকার ফোরামের নেতারা। মিছিলটি শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর রেলগেট, এক নম্বর রেলগেট ঘুরে কালীবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবিতে মশাল মিছিল করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে এই মিছিল হয়। দাবি মানা না হলে ১৭ তারিখ আধা বেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।
মিছিলের পর সংক্ষিপ্ত সভায় ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জসহ সকল রুটে বাসের ভাড়া কমিয়ে আনার দাবি জানাচ্ছি আমরা। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪৫ টাকা এবং অন্যান্য রুটের বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের বাস ভাড়া হাফ করতে হবে। ৫ আগস্টে আন্দোলনের পর যারা এখনো অপকর্ম করছে তারা মাফিয়াদের উচ্ছিষ্টভোগী। বাসের মালিক নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রশাসন নানান টালবাহানা করছে। আগামী ১৫ তারিখের মধ্যে যদি বাসের ভাড়া কমানো না হয়, তাহলে ১৭ তারিখ নারায়ণগঞ্জে আধা বেলা হরতাল পালন করা হবে। দাবি আদায় না করে মাঠ ছাড়ব না।’

রফিউর রাব্বী প্রশাসনের উদ্দেশে বলেন, ‘এই পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক সেটা আমরা চাই। এই সরকারের আমলে যদি ১৭ তারিখ হরতাল হয়, তাহলে সেটা হবে এই সরকারের আমলে প্রথম হরতাল। সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য আমরা প্রশাসনকে আহ্বান জানাব। মাফিয়াদের রক্ষা করা প্রশাসনের দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব জনগণের কথা শোনা। সুতরাং গণদাবির প্রতি সম্মান রেখে ১৫ নভেম্বরের আগে বাস ভাড়া কমিয়ে আনবেন।’
সমাবেশ শেষে মশাল মিছিল বের করেন যাত্রী অধিকার ফোরামের নেতারা। মিছিলটি শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর রেলগেট, এক নম্বর রেলগেট ঘুরে কালীবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে