নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রবাসীর দেশ সৌদি আরবের চেয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি প্রবাসী আয় আসছে। এটিকে দেশটিতে পাচার হওয়া টাকা প্রণোদনার সুযোগ নিয়ে দেশে আসছে বলে দাবি করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজ শনিবার সংস্থাটির ‘বাংলাদেশের অর্থনীতি ২০২২-২৩ তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায়’ বিষয়টি তুলে ধরা হয়।
যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করেন, যেখানে সৌদি আরবে এই সংখ্যা প্রায় ২০ লাখ। এর পরও সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে যুক্তরাষ্ট্র থেকে। মূল প্রবন্ধ উপস্থাপনায় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, যে সংখ্যায় লোক বিদেশে যাচ্ছে, সেই হারে রেমিট্যান্স আসছে না। গত বছরের তুলনায় গত এপ্রিল পর্যন্ত মাত্র ২ দশমিক ৪ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। এমনকি ঈদের সময়ও রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বাড়েনি।
নির্বাহী পরিচালক বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বৈশিষ্ট্যের পরিবর্তন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে বেশি রেমিট্যান্স আসছে, যা কখনোই হয়নি। রেমিট্যান্সের মূল জায়গা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেখানে বেশি বাংলাদেশি কাজ করেন। গত ১০ মাসে ৯ দশমিক ২২ লাখ মানুষ গেছেন। কিন্তু সেখান থেকে রেমিট্যান্স কমছে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে রেমিট্যান্স বাড়ছে।’
ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রে যাঁরা যান, সাধারণত তাঁদের বেশির ভাগই হোয়াইট কলার জব করেন। অনেকেই ঘরবাড়ি জমিজমা বিক্রি করে এ দেশ থেকে টাকা নিয়ে চলে যান। অনেক শিক্ষার্থী সেখানে আছেন, যাঁরা চাইলেও টাকা পাঠাতে পারেন না। তাহলে এই টাকা কোথা থেকে আসছে তার একটা সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে, এ দেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে, সেই টাকা রেমিট্যান্সের সুবিধা নিয়ে ফেরত আসছে। সরকার যে আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে, সেই সুযোগই তাঁরা নিচ্ছেন। সুতরাং কর্তৃপক্ষ এবং নীতিনির্ধারণী পর্যায়ে এটার গভীরে গিয়ে অনুসন্ধান করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কারণ এই টাকা যদি বেআইনি হয়ে থাকে, সেটার কর কাঠামো আলাদা। অথচ এখানে তাঁরা কর না দিয়ে উল্টো আড়াই শতাংশ প্রণোদনা নিয়ে টাকা নিয়ে আসছে। এ ধরনের বৈষম্য অনেক ক্ষেত্রেই রয়েছে।
ফাহমিদা আরও বলেন, বিদেশ থেকে যে আয় আসছে, সেখানে স্বচ্ছতা আনতে হবে। হুন্ডি, হাওলা বন্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকা পাচার হচ্ছে।
রপ্তানি আয় নিয়ে তিনি বলেন, তৈরি পোশাকের রপ্তানি ৯ শতাংশ বাড়লেও অন্যান্য রপ্তানি প্রায় ১১ শতাংশ কমেছে যেটা ভালো লক্ষণ নয়। তবে পোশাকশিল্পে পণ্যের দাম আগের চেয়ে বেড়েছে, যেটা ভালো।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রবাসীর দেশ সৌদি আরবের চেয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি প্রবাসী আয় আসছে। এটিকে দেশটিতে পাচার হওয়া টাকা প্রণোদনার সুযোগ নিয়ে দেশে আসছে বলে দাবি করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আজ শনিবার সংস্থাটির ‘বাংলাদেশের অর্থনীতি ২০২২-২৩ তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায়’ বিষয়টি তুলে ধরা হয়।
যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করেন, যেখানে সৌদি আরবে এই সংখ্যা প্রায় ২০ লাখ। এর পরও সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছে যুক্তরাষ্ট্র থেকে। মূল প্রবন্ধ উপস্থাপনায় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, যে সংখ্যায় লোক বিদেশে যাচ্ছে, সেই হারে রেমিট্যান্স আসছে না। গত বছরের তুলনায় গত এপ্রিল পর্যন্ত মাত্র ২ দশমিক ৪ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। এমনকি ঈদের সময়ও রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বাড়েনি।
নির্বাহী পরিচালক বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বৈশিষ্ট্যের পরিবর্তন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে বেশি রেমিট্যান্স আসছে, যা কখনোই হয়নি। রেমিট্যান্সের মূল জায়গা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেখানে বেশি বাংলাদেশি কাজ করেন। গত ১০ মাসে ৯ দশমিক ২২ লাখ মানুষ গেছেন। কিন্তু সেখান থেকে রেমিট্যান্স কমছে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে রেমিট্যান্স বাড়ছে।’
ফাহমিদা খাতুন বলেন, যুক্তরাষ্ট্রে যাঁরা যান, সাধারণত তাঁদের বেশির ভাগই হোয়াইট কলার জব করেন। অনেকেই ঘরবাড়ি জমিজমা বিক্রি করে এ দেশ থেকে টাকা নিয়ে চলে যান। অনেক শিক্ষার্থী সেখানে আছেন, যাঁরা চাইলেও টাকা পাঠাতে পারেন না। তাহলে এই টাকা কোথা থেকে আসছে তার একটা সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে, এ দেশ থেকে যে টাকা পাচার হয়ে গেছে, সেই টাকা রেমিট্যান্সের সুবিধা নিয়ে ফেরত আসছে। সরকার যে আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে, সেই সুযোগই তাঁরা নিচ্ছেন। সুতরাং কর্তৃপক্ষ এবং নীতিনির্ধারণী পর্যায়ে এটার গভীরে গিয়ে অনুসন্ধান করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কারণ এই টাকা যদি বেআইনি হয়ে থাকে, সেটার কর কাঠামো আলাদা। অথচ এখানে তাঁরা কর না দিয়ে উল্টো আড়াই শতাংশ প্রণোদনা নিয়ে টাকা নিয়ে আসছে। এ ধরনের বৈষম্য অনেক ক্ষেত্রেই রয়েছে।
ফাহমিদা আরও বলেন, বিদেশ থেকে যে আয় আসছে, সেখানে স্বচ্ছতা আনতে হবে। হুন্ডি, হাওলা বন্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকা পাচার হচ্ছে।
রপ্তানি আয় নিয়ে তিনি বলেন, তৈরি পোশাকের রপ্তানি ৯ শতাংশ বাড়লেও অন্যান্য রপ্তানি প্রায় ১১ শতাংশ কমেছে যেটা ভালো লক্ষণ নয়। তবে পোশাকশিল্পে পণ্যের দাম আগের চেয়ে বেড়েছে, যেটা ভালো।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৭ ঘণ্টা আগে