নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ-পাস ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমন দাবি জানিয়ে সায়েন্স ল্যাব মোড়ের রাস্তা ছেড়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় আবারও রাস্তা অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, টানা নয় দিনের মতো গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবিতে আন্দোলন চলছে। আজ মঙ্গলবার সকালে বকশীবাজার মোড়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেখান থেকে বেলা ১১টায় নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করে তারা।
বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবরোধ শেষ করে চলে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ‘ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা উভয় পক্ষকেই শান্ত করে তাদের নিজ নিজ কলেজে পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত আছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই কলেজের মধ্যে এখনো সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়া চলছে।’
এদিকে বেলা সাড়ে ১১টায় জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বর্ধিত বাসভাড়া প্রত্যাহার এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাস নিশ্চিতের দাবিতে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল আটটি ছাত্র সংগঠন।
মধুর ক্যানটিন থেকে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে এসে সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, সরকার শিক্ষার্থী ও পরিবহনশ্রমিকদের মুখোমুখি করেছে। আগামী সোমবার (২৯ নভেম্বর) অবরোধের ঘোষণা দিয়েছে প্রগতিশীল আট ছাত্র সংগঠন।
নিউমার্কেট মোড়ে দায়িত্বরত এসআই আবদুস সালাম বলেন, ‘হাফ-পাসের দাবি যৌক্তিক। আমরা কারও আন্দোলনে কোনো ধরনের বাধা দিচ্ছি না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করে নিতে পারলে অবশ্যই ভালো।’

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ-পাস ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এমন দাবি জানিয়ে সায়েন্স ল্যাব মোড়ের রাস্তা ছেড়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় আবারও রাস্তা অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, টানা নয় দিনের মতো গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবিতে আন্দোলন চলছে। আজ মঙ্গলবার সকালে বকশীবাজার মোড়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেখান থেকে বেলা ১১টায় নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করে তারা।
বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবরোধ শেষ করে চলে যাওয়ার সময় ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ‘ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা উভয় পক্ষকেই শান্ত করে তাদের নিজ নিজ কলেজে পাঠিয়েছি। পরিস্থিতি এখন শান্ত আছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই কলেজের মধ্যে এখনো সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়া চলছে।’
এদিকে বেলা সাড়ে ১১টায় জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বর্ধিত বাসভাড়া প্রত্যাহার এবং গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ-পাস নিশ্চিতের দাবিতে নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল আটটি ছাত্র সংগঠন।
মধুর ক্যানটিন থেকে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে এসে সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, সরকার শিক্ষার্থী ও পরিবহনশ্রমিকদের মুখোমুখি করেছে। আগামী সোমবার (২৯ নভেম্বর) অবরোধের ঘোষণা দিয়েছে প্রগতিশীল আট ছাত্র সংগঠন।
নিউমার্কেট মোড়ে দায়িত্বরত এসআই আবদুস সালাম বলেন, ‘হাফ-পাসের দাবি যৌক্তিক। আমরা কারও আন্দোলনে কোনো ধরনের বাধা দিচ্ছি না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করে নিতে পারলে অবশ্যই ভালো।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে