নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পদক্ষেপের কারণে স্বর্ণ চোরাচালান অনেক কমে এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল। বুধবার রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরের বিএটিসি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিমানের এমডি বলেন, ‘আমরা চেষ্টা করছি স্বর্ণ চোরাচালান বন্ধ করতে, একদিনে হয়তো বন্ধ করতে পারব না। কিন্তু আমাদের পদক্ষেপে কমে আসছে কিনা, সেটা সবাই মিলে দেখতে পারি।’
স্বর্ণ চোরাচালানের সঙ্গে এয়ারলাইনসের অপারেটরেরা জড়িত রয়েছে উল্লেখ আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘এয়ারলাইনসের অপারেটরেরা কম–বেশি জড়িত আছে স্বর্ণ চোরাকারবারে। এটা অস্বীকার করার সুযোগ নেই।’
আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘তবে বিবেচ্য বিষয়—আগে বড় বড় চালান ধরা পড়ত, এখন দেখা যাচ্ছে ছয়-সাতটায় ধরা পড়ছে সেই পরিমাণ। আগে কেউ স্বর্ণ আমদানি করে নিয়ে আসত না। সরকার স্বর্ণ নীতিমালা করে দেওয়ার পর থেকে এখন বিরাট লাইন দেখা যায় কাস্টমসে। তারপরও সোনার চোরাচালান আসছে।’
বিমানের প্রচেষ্টায় স্বর্ণ চোরাচালান কমে আসছে জানিয়ে বিমানের এমডি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে, স্বর্ণ চোরাচালানকে যতটা পারা যায় শূন্যের দিকে নিয়ে যাওয়া। সিসি ক্যামেরার এরিয়া বাড়িয়ে দিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাতে দেখা যায়। এখানে বেবিচকসহ বিভিন্ন এজেন্সি আছে তারা মনিটর করছে। আমরা নতুন কিছু যন্ত্রপাতি যুক্ত করার চেষ্টা করছি। অবকাঠামোগত কিছু বিষয় চিহ্নিত করছি। তা পরিবর্তনে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এক বছরে ১৭৮টি বিভাগীয় মামলায় বিমান কর্মীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে জানিয়ে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় মামলা হয়েছে ২০২টি। এর মধ্যে শাস্তি নিশ্চিত করা হয়েছে ১৭৮ টিতে। এসব মামলায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ৫২ জনকে। এর মধ্যে ১৩ জন স্বর্ণ চোরাচালানের বিভিন্ন মামলার সঙ্গে জড়িত ছিল। তিনজনকে অপসারণ করা হয়েছে। পদ অবনমিত করা হয়েছে দুজনকে। বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে ১৫ জনের। অর্থ দণ্ড দেওয়া হয়েছে নয়জনকে। তিরস্কার করা হয়েছে ২৫ জনকে। কঠোর সতর্কীকরণ দেওয়া হয়েছে ৩৪ জনকে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পদক্ষেপের কারণে স্বর্ণ চোরাচালান অনেক কমে এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল। বুধবার রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরের বিএটিসি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিমানের এমডি বলেন, ‘আমরা চেষ্টা করছি স্বর্ণ চোরাচালান বন্ধ করতে, একদিনে হয়তো বন্ধ করতে পারব না। কিন্তু আমাদের পদক্ষেপে কমে আসছে কিনা, সেটা সবাই মিলে দেখতে পারি।’
স্বর্ণ চোরাচালানের সঙ্গে এয়ারলাইনসের অপারেটরেরা জড়িত রয়েছে উল্লেখ আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘এয়ারলাইনসের অপারেটরেরা কম–বেশি জড়িত আছে স্বর্ণ চোরাকারবারে। এটা অস্বীকার করার সুযোগ নেই।’
আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘তবে বিবেচ্য বিষয়—আগে বড় বড় চালান ধরা পড়ত, এখন দেখা যাচ্ছে ছয়-সাতটায় ধরা পড়ছে সেই পরিমাণ। আগে কেউ স্বর্ণ আমদানি করে নিয়ে আসত না। সরকার স্বর্ণ নীতিমালা করে দেওয়ার পর থেকে এখন বিরাট লাইন দেখা যায় কাস্টমসে। তারপরও সোনার চোরাচালান আসছে।’
বিমানের প্রচেষ্টায় স্বর্ণ চোরাচালান কমে আসছে জানিয়ে বিমানের এমডি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে, স্বর্ণ চোরাচালানকে যতটা পারা যায় শূন্যের দিকে নিয়ে যাওয়া। সিসি ক্যামেরার এরিয়া বাড়িয়ে দিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাতে দেখা যায়। এখানে বেবিচকসহ বিভিন্ন এজেন্সি আছে তারা মনিটর করছে। আমরা নতুন কিছু যন্ত্রপাতি যুক্ত করার চেষ্টা করছি। অবকাঠামোগত কিছু বিষয় চিহ্নিত করছি। তা পরিবর্তনে পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এক বছরে ১৭৮টি বিভাগীয় মামলায় বিমান কর্মীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে জানিয়ে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় মামলা হয়েছে ২০২টি। এর মধ্যে শাস্তি নিশ্চিত করা হয়েছে ১৭৮ টিতে। এসব মামলায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ৫২ জনকে। এর মধ্যে ১৩ জন স্বর্ণ চোরাচালানের বিভিন্ন মামলার সঙ্গে জড়িত ছিল। তিনজনকে অপসারণ করা হয়েছে। পদ অবনমিত করা হয়েছে দুজনকে। বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে ১৫ জনের। অর্থ দণ্ড দেওয়া হয়েছে নয়জনকে। তিরস্কার করা হয়েছে ২৫ জনকে। কঠোর সতর্কীকরণ দেওয়া হয়েছে ৩৪ জনকে।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২২ মিনিট আগে