নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সব ধর্মেই ভালো কাজের উপদেশ আর অন্যায় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আজ শুক্রবার বাদ জুমা রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে বাহিনীটির বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতা-২০২২-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইজিপি। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। তিনি বলেন, যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়।
আজানে প্রথম হয়েছেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) এম মহিউদ্দিন, নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল মো. মনিরুল ইসলাম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. মুসলিম উদ্দিন।
কিরাতে প্রথম স্থান অধিকার করেছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কনস্টেবল মো. শরীফ উদ্দিন, দ্বিতীয় হয়েছেন রংপুরের র্যাব-১৩-এর এএসআই মো. ওমর ফারুক এবং তৃতীয় হয়েছেন রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির নায়েক মো. আরিফুর রহমান।
‘জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উচ্চমান সহকারী শেখ রেজাউল কবির এবং তৃতীয় টিঅ্যান্ডআইএম বেতার কনস্টেবল মো. ইব্রাহীম হোসেন।
বাংলাদেশ পুলিশের সব ইউনিটের উপপরিদর্শক (এসআই) থেকে তদনিম্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
আইজিপি বলেন, ‘আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যাঁরা যে ধর্মের আছেন, তাঁরা তাঁদের ধর্মের যে বিধানাবলি আছে, বিশেষ করে যারা মুসলমান আছেন তাঁরা পবিত্র কোরআনে যে বিধানাবলি আছে, হাদিসে যে পরামর্শগুলো আছে, তা তাঁদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করেন, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবনব্যবস্থা।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিপুলসংখ্যক পুলিশ সদস্য ো মুসল্লি উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাইকে আজান ও কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা কোরআন তিলাওয়াত ও আজান দিয়ে শোনান।

সব ধর্মেই ভালো কাজের উপদেশ আর অন্যায় কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আজ শুক্রবার বাদ জুমা রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে বাহিনীটির বার্ষিক আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতা-২০২২-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইজিপি। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। তিনি বলেন, যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম প্রতিপালনের মাধ্যমে মানুষের নৈতিক মনোবল সুদৃঢ় হয়।
আজানে প্রথম হয়েছেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) এম মহিউদ্দিন, নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল মো. মনিরুল ইসলাম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মো. মুসলিম উদ্দিন।
কিরাতে প্রথম স্থান অধিকার করেছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কনস্টেবল মো. শরীফ উদ্দিন, দ্বিতীয় হয়েছেন রংপুরের র্যাব-১৩-এর এএসআই মো. ওমর ফারুক এবং তৃতীয় হয়েছেন রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির নায়েক মো. আরিফুর রহমান।
‘জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) এম মহিউদ্দিন, দ্বিতীয় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উচ্চমান সহকারী শেখ রেজাউল কবির এবং তৃতীয় টিঅ্যান্ডআইএম বেতার কনস্টেবল মো. ইব্রাহীম হোসেন।
বাংলাদেশ পুলিশের সব ইউনিটের উপপরিদর্শক (এসআই) থেকে তদনিম্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
আইজিপি বলেন, ‘আমাদের বাহিনীর প্রত্যেক সদস্য, যাঁরা যে ধর্মের আছেন, তাঁরা তাঁদের ধর্মের যে বিধানাবলি আছে, বিশেষ করে যারা মুসলমান আছেন তাঁরা পবিত্র কোরআনে যে বিধানাবলি আছে, হাদিসে যে পরামর্শগুলো আছে, তা তাঁদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিপালনের চেষ্টা করেন, তাহলে অনেক সমস্যার সমাধান হবে। পবিত্র কোরআন একটি সম্পূর্ণ জীবনব্যবস্থা।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিপুলসংখ্যক পুলিশ সদস্য ো মুসল্লি উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাইকে আজান ও কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা কোরআন তিলাওয়াত ও আজান দিয়ে শোনান।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে