মাদারীপুর প্রতিনিধি

অতিরিক্ত টাকা না দেওয়ায় লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টর (টিআই) আক্তার হোসেন ঘুষি দিয়ে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনার জেরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
মনিরুজ্জামান মনির জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানোর অজুহাত দেখিয়ে লঞ্চের স্টাফ সেলিম শেখের কাছে ৫০০ টাকা দাবি করেন টিআই আক্তার হোসেন। কিন্তু সেলিম শেখ ১০০ টাকা দিতে রাজি হয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিআই আক্তার হোসেন ঘুষি দিয়ে সেলিম শেখকে রক্তাক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বাংলাবাজার-শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে বিচারের আশ্বাসে দেড় ঘণ্টা পর সাড়ে ১০টায় লঞ্চ চলাচল শুরু হয়।
এব্যাপারে আহত স্টাফ সেলিম শেখ বলেন, ‘প্রত্যেকটি লঞ্চের ট্রিপ প্রতি টিআই সাহেব ১০০ টাকা করে নেয়। কিছুদিন ধরে তিনি লঞ্চগুলো থেকে আরও বেশি টাকা নিচ্ছে। তিনি সকালে আমাদের লঞ্চে বেশি যাত্রী দেওয়া হয়েছে দাবি করে ৫০০ টাকা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় তিনি আমার কানে ঘুষি মারেন। এতে আমার কান ফেটে রক্ত বের হতে থাকে। পরে বিষয়টি দেখে অন্য স্টাফরা লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। আমাকে পাচ্চর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এই টিআইয়ের বিচার চাই।’
এব্যাপারে টিআই আক্তার হোসেন বলেন, ‘ঘাটে কোন ঝামেলা হয় নাই। লঞ্চ স্টাফরা কিছু সময় লঞ্চ বন্ধ রেখেছিল। পরে আবার চালিয়েছে। আর আমি সরকারি লোক, কেন তাদের কাছে টাকা দাবি করব। বিষয়টি আমি জানি না। আমি সকাল থেকেই ডিউটি পালন করছি।’
এদিকে বিআইডব্লিউটিএর (ট্রাফিক) পরিচালক রফিকুল ইসলাম মোবাইলে জানান, ‘বিষয়টি আমি জেনেছি। দু-এক দিনের মধ্যে একটি তদন্ত কমিটি করা হবে। যদি টিআই দোষী হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে বিষয়টি কথা বলে লঞ্চ চলাচল স্বাভাবিক করেছি।’

অতিরিক্ত টাকা না দেওয়ায় লঞ্চ স্টাফকে টার্মিনাল ইন্সপেক্টর (টিআই) আক্তার হোসেন ঘুষি দিয়ে কান ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনার জেরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দেড় ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরে লঞ্চ মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
মনিরুজ্জামান মনির জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাবাজার ঘাটে এমভি আকাশ লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানোর অজুহাত দেখিয়ে লঞ্চের স্টাফ সেলিম শেখের কাছে ৫০০ টাকা দাবি করেন টিআই আক্তার হোসেন। কিন্তু সেলিম শেখ ১০০ টাকা দিতে রাজি হয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিআই আক্তার হোসেন ঘুষি দিয়ে সেলিম শেখকে রক্তাক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে ঘাটগুলোতে অবস্থানরত লঞ্চ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বাংলাবাজার-শিমুলিয়া রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে লঞ্চ মালিক সমিতির উদ্যোগে বিচারের আশ্বাসে দেড় ঘণ্টা পর সাড়ে ১০টায় লঞ্চ চলাচল শুরু হয়।
এব্যাপারে আহত স্টাফ সেলিম শেখ বলেন, ‘প্রত্যেকটি লঞ্চের ট্রিপ প্রতি টিআই সাহেব ১০০ টাকা করে নেয়। কিছুদিন ধরে তিনি লঞ্চগুলো থেকে আরও বেশি টাকা নিচ্ছে। তিনি সকালে আমাদের লঞ্চে বেশি যাত্রী দেওয়া হয়েছে দাবি করে ৫০০ টাকা দাবি করেন। দিতে রাজি না হওয়ায় তিনি আমার কানে ঘুষি মারেন। এতে আমার কান ফেটে রক্ত বের হতে থাকে। পরে বিষয়টি দেখে অন্য স্টাফরা লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। আমাকে পাচ্চর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এই টিআইয়ের বিচার চাই।’
এব্যাপারে টিআই আক্তার হোসেন বলেন, ‘ঘাটে কোন ঝামেলা হয় নাই। লঞ্চ স্টাফরা কিছু সময় লঞ্চ বন্ধ রেখেছিল। পরে আবার চালিয়েছে। আর আমি সরকারি লোক, কেন তাদের কাছে টাকা দাবি করব। বিষয়টি আমি জানি না। আমি সকাল থেকেই ডিউটি পালন করছি।’
এদিকে বিআইডব্লিউটিএর (ট্রাফিক) পরিচালক রফিকুল ইসলাম মোবাইলে জানান, ‘বিষয়টি আমি জেনেছি। দু-এক দিনের মধ্যে একটি তদন্ত কমিটি করা হবে। যদি টিআই দোষী হয়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে বিষয়টি কথা বলে লঞ্চ চলাচল স্বাভাবিক করেছি।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে