
মাদারীপুরের কালকিনিতে বসতঘর থেকে স্কুলছাত্র জহিরুল ইসলামের গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই শাহীন সরদার বাদী হয়ে কালকিনি থানায় এ মামলা করেন।
অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এ মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত স্কুলছাত্রের নাম জহিরুল ইসলাম সরদার (১৫)। সে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরউদ্দিনচর এলাকার কাতারপ্রবাসী বারেক সরদারের ছেলে। সমিতিরহাট এ কে উচ্চ বিদ্যালয় থেকে এবার ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল জহিরুলের। মামলায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত রাতের আঁধারে ঘরের ভেতরে প্রবেশ করে জহিরুলকে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়।
স্কুলছাত্র জহিরুল ইসলামের বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেল।
কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান, প্রতিদিনের মতো গত বুধবার রাতেও খাবার খেয়ে জহিরুল তার ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠলে জহিরুলের মা ছেলের কক্ষে প্রবেশ করেন। এ সময় ছেলেকে গলাকাটা অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ জহিরুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইসতিয়াক আশফাক আরও বলেন, ‘মামলায় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত রাতের আঁধারে ঘরের ভেতরে প্রবেশ করে জহিরুলকে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়। ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। খুনি যে-ই হোক, দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
এ বিষয়ে মামলার বাদী শাহীন সরদার বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামে চলে আসছি। কারা আমার ভাইকে মারছে, তা জানি না। তবে যারাই আমার ভাইকে মারছে, তারা খুবই নিষ্ঠুরভাবে হত্যা করছে। পুলিশের কাছে এ ঘটনার আসল অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানাই। কোনোভাবেই যেন অপরাধী ছাড় না পায়।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে