ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ছুটিতে বাড়ি আসা মতিয়ার কাজী (৪০) নামের এক সৌদিপ্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মতিয়ার ওই গ্রামের ওয়াদুদ কাজীর ছেলে।
এলাকাবাসী জানায়, মতিয়ার কাজীর এক ছেলে রেখে তাঁর প্রথম স্ত্রী চলে যান। পরবর্তী সময়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। পরের সংসারে মতিয়ারের দুই সন্তান রয়েছে। তিনি দুই দশকের বেশি সময় ধরে সৌদি আরবে থাকেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ছুটিতে দেশে আসেন তিনি। বাড়ি ফিরে জানতে পারেন তাঁর বড় ছেলে মুন্না কাজী (১৮) মাদকাসক্ত ও বখাটে হয়ে পড়েছেন। তাতে খুবই ভেঙে পড়েন তিনি। ছেলেকে এই পথ থেকে ফেরাতে নানাভাবে চেষ্টা করেন মতিয়ার।
এলাকাবাসী আরও জানায়, কদিন ধরে ছেলে মুন্না কাজী মোটরসাইকেল কেনার জন্য চাপ দিচ্ছিলেন। গতকাল বুধবার রাতে এসব নিয়ে ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে তাঁকে মারতে আসে। একদিকে নিজের অসুস্থতা, তার ওপর টাকার জন্য ছেলের চাপ নিতে পারেননি তিনি। আজ বৃহস্পতিবার ভোরে তাঁর স্ত্রী ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন। এই ফাঁকে তিনি দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খোকন মিয়া বলেন, মতিয়ার কাজী সৌদি আরবে থাকাকালীন হার্টে সমস্যা ধরা পড়ে। তাঁর ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসা নিতে তিনি ছুটিতে বাড়িতে আসেন। বাড়ি ফিরে বড় ছেলে মুন্নাকে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতে দেখেন।’
ইউপি চেয়ারম্যান আরও বলেন, মুন্নার বয়স যখন এক বছর, তখন ওকে রেখে ওর মা অন্যত্র বিয়ে করেছিল। পরবর্তী সময়ে লাকি বেগমকে বিয়ে করেন মতিয়ার। কিন্তু লাকি মায়ের ঘাটতি বুঝতে দেননি, নিজ ছেলের মতোই মুন্নাকে বড় করেছেন। ছেলেটি একপর্যায়ে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল। এ নিয়ে ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল জেনেছি। নিজের অসুস্থতা ও ছেলের উচ্ছৃঙ্খল চলাফেরায় সে খুব বিষণ্ন ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় ছুটিতে বাড়ি আসা মতিয়ার কাজী (৪০) নামের এক সৌদিপ্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হামিরদী ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। মতিয়ার ওই গ্রামের ওয়াদুদ কাজীর ছেলে।
এলাকাবাসী জানায়, মতিয়ার কাজীর এক ছেলে রেখে তাঁর প্রথম স্ত্রী চলে যান। পরবর্তী সময়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। পরের সংসারে মতিয়ারের দুই সন্তান রয়েছে। তিনি দুই দশকের বেশি সময় ধরে সৌদি আরবে থাকেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ছুটিতে দেশে আসেন তিনি। বাড়ি ফিরে জানতে পারেন তাঁর বড় ছেলে মুন্না কাজী (১৮) মাদকাসক্ত ও বখাটে হয়ে পড়েছেন। তাতে খুবই ভেঙে পড়েন তিনি। ছেলেকে এই পথ থেকে ফেরাতে নানাভাবে চেষ্টা করেন মতিয়ার।
এলাকাবাসী আরও জানায়, কদিন ধরে ছেলে মুন্না কাজী মোটরসাইকেল কেনার জন্য চাপ দিচ্ছিলেন। গতকাল বুধবার রাতে এসব নিয়ে ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে তাঁকে মারতে আসে। একদিকে নিজের অসুস্থতা, তার ওপর টাকার জন্য ছেলের চাপ নিতে পারেননি তিনি। আজ বৃহস্পতিবার ভোরে তাঁর স্ত্রী ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন। এই ফাঁকে তিনি দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খোকন মিয়া বলেন, মতিয়ার কাজী সৌদি আরবে থাকাকালীন হার্টে সমস্যা ধরা পড়ে। তাঁর ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসা নিতে তিনি ছুটিতে বাড়িতে আসেন। বাড়ি ফিরে বড় ছেলে মুন্নাকে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতে দেখেন।’
ইউপি চেয়ারম্যান আরও বলেন, মুন্নার বয়স যখন এক বছর, তখন ওকে রেখে ওর মা অন্যত্র বিয়ে করেছিল। পরবর্তী সময়ে লাকি বেগমকে বিয়ে করেন মতিয়ার। কিন্তু লাকি মায়ের ঘাটতি বুঝতে দেননি, নিজ ছেলের মতোই মুন্নাকে বড় করেছেন। ছেলেটি একপর্যায়ে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল। এ নিয়ে ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল জেনেছি। নিজের অসুস্থতা ও ছেলের উচ্ছৃঙ্খল চলাফেরায় সে খুব বিষণ্ন ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১৬ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১৯ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৩৪ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে