
সুস্থ থাকার পাশাপাশি মানুষকে হাঁটতে উদ্বুদ্ধ করতে চান বিপ্লব হোসেন মল্লিক (২৮)। তাই নিজের জন্মদিনে হাঁটার গুরুত্ব বোঝাতে ৩২ কিলোমিটার পদযাত্রা করলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার এই যুবক।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সখীপুর সদর থেকে তিনি পদযাত্রা শুরু করেন। বেলা সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছান। এতে তিনি ৩২ কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছান। বিপ্লব মল্লিক উপজেলার প্রতিমা বংকী গ্রামের বাহাদুর হোসেন মল্লিকের ছেলে।
জানতে চাইলে বিপ্লব হোসেন মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ছোটবেলা থেকেই সকালে হাঁটার অভ্যাস রয়েছে। আমার কাছে গ্রাম ও প্রকৃতির কাছাকাছি থাকা সব সময়ই আনন্দের। পায়ে হাঁটলে মন ও শরীর ভালো থাকে। সুস্থ থাকার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে এই হেঁটে চলা প্রক্রিয়ার। পায়ে হাঁটার গুরুত্ব বোঝাতে ও জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই আজকের এই পদযাত্রা।’
বিপ্লব মল্লিক আরও বলেন, ‘প্রথমে সখীপুর থেকে টাঙ্গাইল সদর পর্যন্ত ৩৭ কিলোমিটার হাঁটার পরিকল্পনা ছিল। কিন্তু নলুয়া-বাসাইল সড়ক হয়ে বাংড়া এলাকায় পৌঁছালে পায়ে তলায় ফোসকা পড়ে যায়। পরে দাপনাজোর রেললাইন ধরে পায়ের গোড়ালিতে ভর করে ধীরে ধীরে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন পর্যন্ত যাই। এতে আমার ৩২ কিলোমিটার হাঁটা হয়েছে। একটু কষ্ট হয়েছে, তবে লক্ষ্যে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে। যাত্রাপথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচিত-অপরিচিত অনেকেই সঙ্গ দিয়েছেন ও উৎসাহ জুগিয়েছেন।’
বিষয়টি জেনে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিপ্লব হোসেন মল্লিকের পদযাত্রা অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তাঁকে দেখে তরুণ প্রজন্ম সুস্বাস্থ্যের জন্য হাঁটতে উদ্বুদ্ধ হবেন বলে আশা করি। কারণ, নিয়মিত পায়ে হাঁটলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়। আমি ব্যক্তিগতভাবে বিপ্লব মল্লিককে অভিনন্দন জানাই। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা করা আমাদের সকলের দায়িত্ব।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৮ মিনিট আগে