টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল ও ধনবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
আজ বুধবার বিকেল ৫টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার কয়পাড়া ও ঘাটাইল উপজেলার শহরগোপিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইলে দুর্ঘটনায় নিহতরা হলেন—উপজেলার সরিষাআটা গ্রামের অটোরিকশার যাত্রী গোলাম মোস্তফা (৪০) ও অটোচালক দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আবু তালেব (৪৬)। আহত অপরজন হলেন জোড়দীঘি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী সাহেদা বেগম (৭০)।
ধনবাড়ীর দুর্ঘটনায় নিহতেরা হলেন—উপজেলার কবিরাজবাড়ী এলাকার খন্দকার আখেরুজ্জামান ফরহাদ ও মঠবাড়ী এলাকার ভ্যানচালক আব্দুল খালেক (৫৫)। আহত হয়েছেন ওই এলাকার তিনজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনান, একটি অটোরিকশা উপজেলার ধলাপাড়া থেকে আষারিয়াচালা যাওয়ার সময় লেবুভর্তি একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে যায়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় যাত্রী গোলাম মোস্তফা মারা যান।
এদিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান অটোচালক আবু তালেব। এ ঘটনায় সাহেদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর দিকে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস কয়াপাড়া পেট্রলপাম্পের কাছে এসে ধনবাড়ীগামী যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল খালেক ও খন্দকার আখিরুজ্জামান ফরহাদ মারা যান।
আহত হন ভ্যানযাত্রী ফরহাদ হোসেনের স্ত্রী শামছুন নাহার, আম্বাড়ীয়া গ্রামের তুলা মিয়া, মঠবাড়ী গ্রামের মিজানুর রহমান (৫৫)। তাঁদের মধ্য শামছুন নাহরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস হোসেন বলেন, ঢাকাগামী রাজীব পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টাঙ্গাইলের ঘাটাইল ও ধনবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
আজ বুধবার বিকেল ৫টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার কয়পাড়া ও ঘাটাইল উপজেলার শহরগোপিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইলে দুর্ঘটনায় নিহতরা হলেন—উপজেলার সরিষাআটা গ্রামের অটোরিকশার যাত্রী গোলাম মোস্তফা (৪০) ও অটোচালক দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আবু তালেব (৪৬)। আহত অপরজন হলেন জোড়দীঘি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী সাহেদা বেগম (৭০)।
ধনবাড়ীর দুর্ঘটনায় নিহতেরা হলেন—উপজেলার কবিরাজবাড়ী এলাকার খন্দকার আখেরুজ্জামান ফরহাদ ও মঠবাড়ী এলাকার ভ্যানচালক আব্দুল খালেক (৫৫)। আহত হয়েছেন ওই এলাকার তিনজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনান, একটি অটোরিকশা উপজেলার ধলাপাড়া থেকে আষারিয়াচালা যাওয়ার সময় লেবুভর্তি একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে যায়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় যাত্রী গোলাম মোস্তফা মারা যান।
এদিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান অটোচালক আবু তালেব। এ ঘটনায় সাহেদা বেগমকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর দিকে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস কয়াপাড়া পেট্রলপাম্পের কাছে এসে ধনবাড়ীগামী যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল খালেক ও খন্দকার আখিরুজ্জামান ফরহাদ মারা যান।
আহত হন ভ্যানযাত্রী ফরহাদ হোসেনের স্ত্রী শামছুন নাহার, আম্বাড়ীয়া গ্রামের তুলা মিয়া, মঠবাড়ী গ্রামের মিজানুর রহমান (৫৫)। তাঁদের মধ্য শামছুন নাহরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস হোসেন বলেন, ঢাকাগামী রাজীব পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঘাটাইলের ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে