নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কলাবাগানে একটি বাসায় আট বছর বয়সী গৃহকর্মী হেনাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গৃহকর্ত্রী সাথী পারভিন ডলি।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন সাথী।
দুপুরের পর কলাবাগান থানা পুলিশ সাথীকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই বাবুল হোসেন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করার আবেদন করেন। পরে আদালত স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর আসামি সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার গৃহকর্ত্রী সাথী পারভিনকে যশোর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গৃহকর্মীকে হত্যার পর সাথী তার সন্তানকে নিয়ে যশোরে প্রাক্তন স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
একটি সূত্রে জানা গেছে, জবানবন্দিতে সাথী বলেছেন কলাবাগানের ভূতের গলি এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন। তিনি ময়মনসিংহে একটি প্রশিক্ষণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি গ্রামের হক মিয়া ও মা হাসিনা বেগমের শিশুকন্যা হেনাকে সঙ্গে নিয়ে আসেন।
হেনা প্রায়ই সাথীর সন্তানের খাবার খেয়ে ফেলত। তারপর খেলতে গিয়ে সন্তানের সঙ্গে মারামারি করত। এটা ওটা ভেঙে ফেলত। এ নিয়ে সব সময়ই গৃহকর্মীকে মারধর করতেন সাথী। গত ২৫ আগস্ট সন্তানের খাবার খাওয়ার পর সাথী আক্তারের প্রচণ্ড রাগ হয়। এরপর তিনি হেনাকে নির্যাতন করেন। মারধর করেন। একপর্যায়ে গলা টিপে হত্যা করেন। তারপর তিনি সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যশোর চলে যান।
সাথী আক্তার আদালতকে আরও বলেছেন, এ ঘটনায় তিনি অনুতপ্ত।
জানা গেছে, গত ২৬ আগস্ট দুপুরে কলাবাগান থানার ভুতের গলির একটি বাসায় গৃহকর্মীর লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে স্থানীয় লোকদের সহায়তায় ১০ বছর বয়সী হেনার লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় সাথীর বিরুদ্ধে হত্যা মামলা করে।

রাজধানীর কলাবাগানে একটি বাসায় আট বছর বয়সী গৃহকর্মী হেনাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গৃহকর্ত্রী সাথী পারভিন ডলি।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন সাথী।
দুপুরের পর কলাবাগান থানা পুলিশ সাথীকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই বাবুল হোসেন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করার আবেদন করেন। পরে আদালত স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর আসামি সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার গৃহকর্ত্রী সাথী পারভিনকে যশোর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গৃহকর্মীকে হত্যার পর সাথী তার সন্তানকে নিয়ে যশোরে প্রাক্তন স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
একটি সূত্রে জানা গেছে, জবানবন্দিতে সাথী বলেছেন কলাবাগানের ভূতের গলি এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন। তিনি ময়মনসিংহে একটি প্রশিক্ষণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি গ্রামের হক মিয়া ও মা হাসিনা বেগমের শিশুকন্যা হেনাকে সঙ্গে নিয়ে আসেন।
হেনা প্রায়ই সাথীর সন্তানের খাবার খেয়ে ফেলত। তারপর খেলতে গিয়ে সন্তানের সঙ্গে মারামারি করত। এটা ওটা ভেঙে ফেলত। এ নিয়ে সব সময়ই গৃহকর্মীকে মারধর করতেন সাথী। গত ২৫ আগস্ট সন্তানের খাবার খাওয়ার পর সাথী আক্তারের প্রচণ্ড রাগ হয়। এরপর তিনি হেনাকে নির্যাতন করেন। মারধর করেন। একপর্যায়ে গলা টিপে হত্যা করেন। তারপর তিনি সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যশোর চলে যান।
সাথী আক্তার আদালতকে আরও বলেছেন, এ ঘটনায় তিনি অনুতপ্ত।
জানা গেছে, গত ২৬ আগস্ট দুপুরে কলাবাগান থানার ভুতের গলির একটি বাসায় গৃহকর্মীর লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে স্থানীয় লোকদের সহায়তায় ১০ বছর বয়সী হেনার লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় সাথীর বিরুদ্ধে হত্যা মামলা করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
১৩ মিনিট আগে
সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৬ ঘণ্টা আগে