আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর কলাবাগান এলাকা থেকে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুজ্জামান ওরফে টুন্নু খাঁ (৪৫)। শরীয়তপুর সদরের চর মাদবপুর গ্রামের বাসিন্দা তিনি।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কামরুজ্জামান ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়ায় পাচার করতেন। ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর তিনি তাঁদের লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করতেন। এরপর পরিবার থেকে মুক্তিপণ আদায়ের জন্য নতুন করে অর্থ দাবি করতেন, তবে টাকা নিয়েও ভুক্তভোগীদের ফেরত পাঠাতেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ সালের ২ জুলাই কামরুজ্জামানের নেতৃত্বাধীন মানব পাচার চক্র মাদারীপুর সদরের ত্রিভাগদী এলাকার মো. শাহজাহান হাওলাদার নামের এক ব্যক্তিকে ইতালি পাঠানোর নামে ১৩ লাখ টাকা নেয়। পরে ১৮ জুলাই তাঁকে দুবাই হয়ে লিবিয়ায় পাচার করা হয় এবং সেখানকার দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
শাহজাহানের পরিবার তাঁর অবস্থান জানতে চাইলে পাচারকারী চক্র জানায়, তিনি লিবিয়ায় আটকা পড়েছেন এবং তাঁকে মুক্ত করতে আরও ২৫ লাখ ৫৯ হাজার ৭১৯ টাকা দিতে হবে। পরিবার মুক্তিপণ দিলেও শাহজাহানকে ফেরত পায়নি। পরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হলে প্রধান অভিযুক্ত কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর কলাবাগান এলাকা থেকে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুজ্জামান ওরফে টুন্নু খাঁ (৪৫)। শরীয়তপুর সদরের চর মাদবপুর গ্রামের বাসিন্দা তিনি।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কামরুজ্জামান ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়ায় পাচার করতেন। ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর তিনি তাঁদের লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করতেন। এরপর পরিবার থেকে মুক্তিপণ আদায়ের জন্য নতুন করে অর্থ দাবি করতেন, তবে টাকা নিয়েও ভুক্তভোগীদের ফেরত পাঠাতেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ সালের ২ জুলাই কামরুজ্জামানের নেতৃত্বাধীন মানব পাচার চক্র মাদারীপুর সদরের ত্রিভাগদী এলাকার মো. শাহজাহান হাওলাদার নামের এক ব্যক্তিকে ইতালি পাঠানোর নামে ১৩ লাখ টাকা নেয়। পরে ১৮ জুলাই তাঁকে দুবাই হয়ে লিবিয়ায় পাচার করা হয় এবং সেখানকার দালালদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
শাহজাহানের পরিবার তাঁর অবস্থান জানতে চাইলে পাচারকারী চক্র জানায়, তিনি লিবিয়ায় আটকা পড়েছেন এবং তাঁকে মুক্ত করতে আরও ২৫ লাখ ৫৯ হাজার ৭১৯ টাকা দিতে হবে। পরিবার মুক্তিপণ দিলেও শাহজাহানকে ফেরত পায়নি। পরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হলে প্রধান অভিযুক্ত কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৪ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৮ মিনিট আগে