ঢামেক প্রতিনিধি

ছিনতাইকারীকে ধরতে গিয়ে মাহবুবুর রহমান (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছেন। রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজের সামনের রাস্তায় আজ বুধবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় মাহবুবুর রহমানকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাহবুবুরের সহপাঠী ওমর ফারুক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি সাভারের উদ্দেশে যাচ্ছিল। সায়েন্স ল্যাব পার হয়ে আড়ং শোরুমের সামনে আসলে দুই ছিনতাইকারী জানালা দিয়ে এক ছাত্রীর মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়।
ওমর ফারুক বলেন, এ সময় ছিনতাইকারীকে ধরতে মাহবুবুর বাস থেকে নেমে যায়। পেছনে পেছনে আমিও বাস থেকে নেমে পড়ি। পরে এক ছিনতাইকারীকে ধরে ফেলি। এ সময় ছিনতাইকারী মাহবুবের মাথায় ছুরিকাঘাত করে।
ওমর ফারুক জানায়, পরে মাহবুবকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আহত মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি একাত্তর হলে থাকেন। তার বাসা সাভারের হেমায়েতপুরে। আজ তিনি বাসে করে সাভারে যাচ্ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মাহবুবের বাম কানের ওপরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তবে গুরুতর নয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সায়েন্স ল্যাবের আড়ং শোরুমের সামনে ঢাবির দ্বিতল বিআরটিসি বাসে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। রুবেল (২২) নামের এক ছিনতাইকারীকে জনগণ গণধোলাই দিয়েছে। তার চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

ছিনতাইকারীকে ধরতে গিয়ে মাহবুবুর রহমান (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছেন। রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজের সামনের রাস্তায় আজ বুধবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় মাহবুবুর রহমানকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাহবুবুরের সহপাঠী ওমর ফারুক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটি সাভারের উদ্দেশে যাচ্ছিল। সায়েন্স ল্যাব পার হয়ে আড়ং শোরুমের সামনে আসলে দুই ছিনতাইকারী জানালা দিয়ে এক ছাত্রীর মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়।
ওমর ফারুক বলেন, এ সময় ছিনতাইকারীকে ধরতে মাহবুবুর বাস থেকে নেমে যায়। পেছনে পেছনে আমিও বাস থেকে নেমে পড়ি। পরে এক ছিনতাইকারীকে ধরে ফেলি। এ সময় ছিনতাইকারী মাহবুবের মাথায় ছুরিকাঘাত করে।
ওমর ফারুক জানায়, পরে মাহবুবকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আহত মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি একাত্তর হলে থাকেন। তার বাসা সাভারের হেমায়েতপুরে। আজ তিনি বাসে করে সাভারে যাচ্ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মাহবুবের বাম কানের ওপরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তবে গুরুতর নয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সায়েন্স ল্যাবের আড়ং শোরুমের সামনে ঢাবির দ্বিতল বিআরটিসি বাসে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। রুবেল (২২) নামের এক ছিনতাইকারীকে জনগণ গণধোলাই দিয়েছে। তার চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে