ঢাবি প্রতিনিধি

যৌক্তিক সমালোচনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ সোমবার সন্ধ্যায় ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সমাবেশে এ কথা জানান সারজিস।
সারজিস আলম বলেন, ‘আমরা কাউকে যৌক্তিক সমালোচনায় ছাড় দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, ৫ তারিখ গিয়েছে আজকে ২৬ তারিখ; এখনো কেন পুলিশ পুরোদমে মাঠে নেই? গতকাল (রোববার) কেন ছাত্র-জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য। গতকাল কীভাবে আনসার সদস্যরা ছাত্র-জনতার ওপর বুলেট নিক্ষেপ করল? আপনাদের খুঁজে বের করতে হবে।’
সারজিস আরও বলেন, ‘গতকালকে যারা আমাদের ভাইকে হামলা করে রক্তাক্ত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। যে আনসার সদস্যরা চক্রান্তের সঙ্গে জড়িত ছিল, তাদের সকল সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে। সবশেষে ফ্যাসিস্টদের তৈরি প্রশাসন থেকে আওয়ামী লীগের দালাল, তোষামোদকারী, পা চাটাদের বহিষ্কার করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘আনসার সদস্যের নাম করে সন্ত্রাসী নেমেছে। ওখানে যারা ছিল, তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা আনসার লীগের সদস্য। জনগণকে সেবা না দিয়ে লীগকে সেবা দিয়ে এসেছে। যারা যোগ্যতার ভিত্তিতে না এসে লীগকে তোষামোদ করে এখানে এসেছিল। দাবি মানা তাদের উদ্দেশ্য নয়, সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অস্থিতিশীল করা ছিল তাদের উদ্দেশ্য। স্বেচ্ছাসেবক লীগের নেতা নেতৃত্ব দিয়েছে।’
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফুর রহমান, হাসিব আলম ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

যৌক্তিক সমালোচনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ সোমবার সন্ধ্যায় ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সমাবেশে এ কথা জানান সারজিস।
সারজিস আলম বলেন, ‘আমরা কাউকে যৌক্তিক সমালোচনায় ছাড় দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, ৫ তারিখ গিয়েছে আজকে ২৬ তারিখ; এখনো কেন পুলিশ পুরোদমে মাঠে নেই? গতকাল (রোববার) কেন ছাত্র-জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য। গতকাল কীভাবে আনসার সদস্যরা ছাত্র-জনতার ওপর বুলেট নিক্ষেপ করল? আপনাদের খুঁজে বের করতে হবে।’
সারজিস আরও বলেন, ‘গতকালকে যারা আমাদের ভাইকে হামলা করে রক্তাক্ত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। যে আনসার সদস্যরা চক্রান্তের সঙ্গে জড়িত ছিল, তাদের সকল সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে। সবশেষে ফ্যাসিস্টদের তৈরি প্রশাসন থেকে আওয়ামী লীগের দালাল, তোষামোদকারী, পা চাটাদের বহিষ্কার করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘আনসার সদস্যের নাম করে সন্ত্রাসী নেমেছে। ওখানে যারা ছিল, তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা আনসার লীগের সদস্য। জনগণকে সেবা না দিয়ে লীগকে সেবা দিয়ে এসেছে। যারা যোগ্যতার ভিত্তিতে না এসে লীগকে তোষামোদ করে এখানে এসেছিল। দাবি মানা তাদের উদ্দেশ্য নয়, সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অস্থিতিশীল করা ছিল তাদের উদ্দেশ্য। স্বেচ্ছাসেবক লীগের নেতা নেতৃত্ব দিয়েছে।’
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফুর রহমান, হাসিব আলম ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২৫ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে