উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হত্যাচেষ্টার মামলায় রাজধানীর বংশাল থেকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে রায় সাহেব এলাকা তাঁদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ।
গ্রেপ্তারেরা হলেন—দক্ষিণখান আশকোনা ডিলার বাড়ির কমর উদ্দিনের ছেলে ও আশকোনা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাত্তার ডিলার (৫৫) এবং একই বাড়ির রোকন আলীর ছেলে ও দক্ষিণখান থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুজন ডিলার (৪৬)।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, ‘গত ৪ আগস্ট বিমানবন্দরের ১ নং সেক্টরের মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যান্যদের সঙ্গে ভিকটিম এনামুল হক মিহন (১৬) অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী অজ্ঞাতনামা সন্ত্রাসীসহ ১৪ দলের সহস্রাধিক নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর লাঠিচার্জ ও এলোপাতাড়ি গুলি করে। এতে ভিকটিম এনামুল হক মিহন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরবর্তীতে আন্দোলনরত ছাত্র-জনতা তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।’
তিনি বলেন, ‘এ ঘটনায় গত ৫ অক্টোবর ডিএমপির বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ওই মামলায় ১৫৯ জনের নাম উল্লেখ করে এবং সহস্রাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। মামলার ৭১ নম্বর আসামি সাত্তার ডিলার এবং ৭৩ নম্বর আসামি সুজন ডিলার।’
ওসি এরশাদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বংশালের রায়সাহেব বাজার এলাকা থেকে পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাত্তার ডিলার ও সুজন ডিলারকে গ্রেপ্তার করা হয়।’

হত্যাচেষ্টার মামলায় রাজধানীর বংশাল থেকে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে রায় সাহেব এলাকা তাঁদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ।
গ্রেপ্তারেরা হলেন—দক্ষিণখান আশকোনা ডিলার বাড়ির কমর উদ্দিনের ছেলে ও আশকোনা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাত্তার ডিলার (৫৫) এবং একই বাড়ির রোকন আলীর ছেলে ও দক্ষিণখান থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুজন ডিলার (৪৬)।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বলেন, ‘গত ৪ আগস্ট বিমানবন্দরের ১ নং সেক্টরের মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যান্যদের সঙ্গে ভিকটিম এনামুল হক মিহন (১৬) অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী অজ্ঞাতনামা সন্ত্রাসীসহ ১৪ দলের সহস্রাধিক নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর লাঠিচার্জ ও এলোপাতাড়ি গুলি করে। এতে ভিকটিম এনামুল হক মিহন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরবর্তীতে আন্দোলনরত ছাত্র-জনতা তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।’
তিনি বলেন, ‘এ ঘটনায় গত ৫ অক্টোবর ডিএমপির বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। ওই মামলায় ১৫৯ জনের নাম উল্লেখ করে এবং সহস্রাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়। মামলার ৭১ নম্বর আসামি সাত্তার ডিলার এবং ৭৩ নম্বর আসামি সুজন ডিলার।’
ওসি এরশাদ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বংশালের রায়সাহেব বাজার এলাকা থেকে পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাত্তার ডিলার ও সুজন ডিলারকে গ্রেপ্তার করা হয়।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
৪২ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে